A
Causes fear
B
Symbol of magic and harmony
C
Tool for revenge
D
Sign of war
উত্তরের বিবরণ
নাটকে সংগীত এক শক্তিশালী প্রতীক। Ariel প্রায়ই গান গেয়ে চরিত্রদের বিভ্রান্ত, শান্ত বা প্রলুব্ধ করে। সংগীত জাদুর প্রতীক এবং প্রকৃতির সঙ্গে ঐক্য প্রকাশ করে। এটি নাটকের জাদুকরী আবহ তৈরি করে এবং থিমকে গভীর করে তোলে।

3
Updated: 2 weeks ago
Who discovers King Duncan’s murder?
Created: 2 weeks ago
A
Macbeth
B
Lennox
C
Macduff
D
Banquo
রাজা Duncan হত্যার পর সকালে Macduff তাকে জাগাতে যায় এবং রক্তাক্ত দেহ আবিষ্কার করে। তার চিৎকারে পুরো দুর্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আবিষ্কার Macbeth-এর জন্য নাটকীয় মোড় তৈরি করে, কারণ সে নিজের অপরাধ আড়াল করতে দ্রুত ব্যবস্থা নেয়।

0
Updated: 2 weeks ago
Who disguises himself as “Poor Tom” in King Lear?
Created: 2 weeks ago
A
Kent
B
Edgar
C
Albany
D
Oswald
King Lear-এ এডগার নিজেকে বাঁচাতে এবং গ্লস্টারকে সাহায্য করতে “Poor Tom” নামে এক পাগলের ছদ্মবেশ নেয়। এই ছদ্মবেশের মাধ্যমে সে নাটকের অন্ধকার পরিস্থিতিতে বেঁচে থাকে এবং পরবর্তীতে সত্য প্রকাশ করে তার বাবাকে ও রাজাকে সহায়তা করে।

0
Updated: 2 weeks ago
How does Prospero control Caliban, Trinculo, and Stephano during their plot?
Created: 2 weeks ago
A
With soldiers
B
With magic illusions and spirits
C
With Miranda’s help
D
With Ariel’s songs
Prospero জাদু ব্যবহার করে Caliban, Trinculo ও Stephano-কে প্রতারিত করে। তারা ভেবেছিল Prospero-কে হত্যা করতে পারবে, কিন্তু বিভ্রম ও আত্মাদের সাহায্যে Prospero তাদের দমন করে। এই ঘটনা জাদুর শক্তি এবং প্রতারণার মাধ্যমে শত্রু পরাস্ত করার প্রতীক।

1
Updated: 2 weeks ago