Why does Prospero create the masque with spirits for Ferdinand and Miranda?
A
To warn them of danger
B
To show his power
C
To punish Ferdinand
D
To bless their marriage
উত্তরের বিবরণ
Prospero আত্মাদের দিয়ে একটি “মাস্ক” আয়োজন করে, যেখানে দেবী Juno, Ceres, এবং Iris উপস্থিত হয়। এটি Ferdinand ও Miranda-র বিবাহকে আশীর্বাদ করার প্রতীকী অনুষ্ঠান। এই দৃশ্য নাটকে ভালোবাসা, উর্বরতা এবং নতুন জীবনের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ।

1
Updated: 2 months ago
What is Iago's fate at the end of the play?
Created: 3 weeks ago
A
He is executed by Cassio on the spot.
B
He commits suicide out of remorse.
C
He escapes from Cyprus and is never found.
D
He is captured and left for Cassio to torture and execute.
এই অংশে দেখা যায় যে, Iago-এর দুর্দশা এবং অপরাধের পরিণতি প্রকাশ পায়। যখন তার villainy বা অসাধু কর্মকাণ্ড প্রকাশিত হয়, তখন Iago apprehended বা গ্রেপ্তার করা হয়। এরপর Lodovico নির্দেশ দেন যে Othello-এর successor, অর্থাৎ Cassio, Iago-এর শাস্তি নির্ধারণের দায়িত্বে থাকবেন, যা ইঙ্গিত দেয় যে শাস্তি slow and painful execution বা ধীর ও কষ্টদায়ক হতে পারে।
• Iago-এর অপরাধ প্রকাশের পর সে গ্রেপ্তার হয়।
• Lodovico নির্দেশ দেন যে Cassio, যিনি Othello-এর উত্তরাধিকারী, Iago-এর শাস্তি নির্ধারণ করবেন।
• এই শাস্তি বোঝানো হয়েছে যে এটি ধীর এবং কষ্টদায়ক execution হতে পারে।
• সুতরাং, সঠিক উত্তর হলো: He is captured and left for Cassio to torture and execute।

0
Updated: 3 weeks ago
Why does the Duke of Venice support Othello against Brabantio’s accusations?
Created: 2 months ago
A
Othello promises him gold
B
The Duke respects Othello’s military service
C
Brabantio is powerless
D
Desdemona pleads with him
ডিউক ওথেলোর প্রতি শ্রদ্ধাশীল, কারণ সে ভেনিসের সেনাপতি এবং রাষ্ট্রের জন্য অপরিহার্য। ব্র্যাব্যানশিওর অভিযোগ থাকা সত্ত্বেও ডিউক ওথেলোর পক্ষ নেয়। এতে বোঝা যায়, রাষ্ট্রীয় স্বার্থ ব্যক্তিগত আবেগের উপরে স্থান পায়।

0
Updated: 2 months ago
Which of the following is not a comedy play by William Shakespeare?
Created: 2 months ago
A
The Merry Wives of Windsor
B
The Phoenix and the Turtle
C
The Taming of the Shrew
D
The Winter's Tale
'The Phoenix and the Turtle' is not a comedy play by William Shakespeare.
- এটি হলো Shakespeare -এর একটি বিখ্যাত কবিতা।
• William Shakespeare authored the poem 'Phoenix and Turtle'.
- কবিতাটি শেক্সপিয়ার রচিত একটি long poem যেটি 'The Phoenix and the Turtle' হিসেবেও পরিচিত।
- এটি একটি গভীর ও রূপকধর্মী রচনা। এটি প্রথম প্রকাশিত হয় ১৬০১ সালে এবং এটি শেক্সপিয়ারের সবচেয়ে দুর্বোধ্য কবিতাগুলোর একটি হিসেবে বিবেচিত।
- এটি প্রথম প্রকাশিত হয় Robert Chester's Love's Martyr বইয়ে, যেখানে শেক্সপিয়ারসহ অন্যান্য কবিদের কবিতা সংকলিত ছিল।
- The poem comprises 13 quatrains followed by five triplets, culminating in a conclusion. It uses formal language, paradox, and metaphysical imagery to explore its themes.
- The poem is part of a larger collection of works that explore themes of love, death, and transformation.
• এই কবিতার বিখ্যাত লাইন:
- "To this urn let those repair
That are either true or fair;
For these dead birds sigh a prayer."
• এছাড়াও Shakespeare তিনটি narrative poem লিখেছেন।
• এগুলো হলো-
- Venus and Adonis,
- The Rape of Lucrece,
- A Lover's Complaint.
• অন্যদিকে,
- The Merry Wives of Windsor, The Taming of the Shrew, The Winter's Tale হলো William Shakespeare -এর comedy play.
Source: Britannica.

2
Updated: 2 months ago