What does Prospero decide at the very end of the play?
A
To keep ruling the island
B
To remain a magician
C
To return to Milan as Duke
D
To marry Miranda to Caliban
উত্তরের বিবরণ
নাটকের শেষে Prospero প্রতিশোধ ত্যাগ করে এবং তার জাদু-দণ্ড ভেঙে ফেলে। সে মিলানে ফিরে গিয়ে ডিউকের পদ পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নেয়। তার এই সিদ্ধান্ত মানবিকতা, ক্ষমা এবং পুনর্মিলনের প্রতীক, যা নাটকের নৈতিক সমাপ্তি তৈরি করে।

1
Updated: 2 months ago
In Hamlet, who is Ophelia’s brother?
Created: 2 months ago
A
Laertes
B
Polonius
C
Claudius
D
Horatio

0
Updated: 2 months ago
Who tells Macbeth, “None of woman born shall harm Macbeth”?
Created: 2 months ago
A
First Witch
B
Apparition
C
Hecate
D
Lennox
দ্বিতীয় ভবিষ্যদ্বাণীতে এক আবির্ভাব (Apparition) Macbeth-কে আশ্বস্ত করে যে “নারীর গর্ভে জন্মানো কেউ” তাকে ক্ষতি করতে পারবে না। এটি আংশিক সত্য হলেও বিভ্রান্তিকর, কারণ Macduff সিজারিয়ান অপারেশনে জন্মেছিল।

1
Updated: 2 months ago
Who discovers King Duncan’s murder?
Created: 2 months ago
A
Macbeth
B
Lennox
C
Macduff
D
Banquo
রাজা Duncan হত্যার পর সকালে Macduff তাকে জাগাতে যায় এবং রক্তাক্ত দেহ আবিষ্কার করে। তার চিৎকারে পুরো দুর্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আবিষ্কার Macbeth-এর জন্য নাটকীয় মোড় তৈরি করে, কারণ সে নিজের অপরাধ আড়াল করতে দ্রুত ব্যবস্থা নেয়।

0
Updated: 2 months ago