What motivates Antonio throughout the play?
A
Desire for power
B
Love for Ferdinand
C
Obedience to Prospero
D
Fear of spirits
উত্তরের বিবরণ
Antonio লোভী ও বিশ্বাসঘাতক স্বভাবের। সে প্রথমে Prospero-র সিংহাসন দখল করে এবং পরে আবার Alonso-কে হত্যা করে Sebastian-কে রাজা বানানোর ষড়যন্ত্র করে। তার চরিত্র নাটকে ক্ষমতার লোভ ও মানব দুর্বলতার প্রতীক।

1
Updated: 2 months ago
What is Hecate’s complaint to the witches?
Created: 2 months ago
A
They have misled Macbeth
B
They involved themselves without her permission
C
They delayed giving prophecies
D
They revealed too much to Banquo
Hecate, জাদুবিদ্যার দেবী, রেগে যায় কারণ ডাইনিরা তার অনুমতি ছাড়া Macbeth-এর সঙ্গে যোগাযোগ করেছে। সে Macbeth-কে ধ্বংসের পথে চালিত করার জন্য নতুন বিভ্রান্তিকর দর্শন দেওয়ার পরিকল্পনা করে।

3
Updated: 2 months ago
What social issue is highlighted through Othello’s identity as a Moor?
Created: 2 months ago
A
Poverty
B
Racism
C
Religion
D
War
ওথেলো একজন “Moor” হওয়ায় ভেনিসীয় সমাজে তাকে বিদেশি ও ভিন্ন জাতি হিসেবে দেখা হয়। তার প্রতি ব্র্যাব্যানশিও ও অন্যান্যদের দৃষ্টিভঙ্গি বর্ণবৈষম্যকে প্রকাশ করে। শেক্সপিয়র সমাজে বর্ণগত পূর্বাগ্রহ কিভাবে মানুষের সম্পর্ককে প্রভাবিত করে তা দেখিয়েছেন।

0
Updated: 2 months ago
Who kills Cornwall?
Created: 2 months ago
A
Edgar
B
Servant
C
Albany
D
Oswald
কর্নওয়াল গ্লস্টারের চোখ উপড়ে দেওয়ার সময় তারই এক বিশ্বস্ত চাকর এই নিষ্ঠুরতার প্রতিবাদ করে এবং তাকে আঘাত করে। আঘাতটি মারাত্মক হয়ে কর্নওয়ালের মৃত্যু ঘটে। এটি নাটকের ন্যায়বিচারের এক প্রতীকী মুহূর্ত।

3
Updated: 2 months ago