A
Kingdom without labor
B
Marriage of Ferdinand
C
Killing Prospero
D
Magic staff
উত্তরের বিবরণ
Gonzalo দ্বীপে এক আদর্শ সমাজের স্বপ্ন দেখে, যেখানে শ্রম নেই, আইন নেই, এবং সবাই সুখে বসবাস করে। এই কল্পনা ইউরোপীয় ‘ইউটোপিয়া’ ধারণার প্রতিফলন। Gonzalo নাটকে একজন আশাবাদী ও নৈতিক চরিত্র, যার দৃষ্টিভঙ্গি অন্য চরিত্রদের থেকে ভিন্ন।

1
Updated: 2 weeks ago
How does Stephano plan to become ruler of the island?
Created: 2 weeks ago
A
By marrying Miranda
B
By killing Alonso
C
By killing Prospero with Caliban’s help
D
By magic
Stephano ও Trinculo Caliban-এর সঙ্গে মিলে Prospero-কে হত্যা করার পরিকল্পনা করে। Stephano ভাবে এতে সে দ্বীপের রাজা হতে পারবে। কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়। এই কাহিনি নাটকের হাস্যরসের পাশাপাশি লোভ ও বোকামির প্রতীক।

2
Updated: 2 weeks ago
What is Hecate’s complaint to the witches?
Created: 2 weeks ago
A
They have misled Macbeth
B
They involved themselves without her permission
C
They delayed giving prophecies
D
They revealed too much to Banquo
Hecate, জাদুবিদ্যার দেবী, রেগে যায় কারণ ডাইনিরা তার অনুমতি ছাড়া Macbeth-এর সঙ্গে যোগাযোগ করেছে। সে Macbeth-কে ধ্বংসের পথে চালিত করার জন্য নতুন বিভ্রান্তিকর দর্শন দেওয়ার পরিকল্পনা করে।

3
Updated: 2 weeks ago
Who is Othello’s wife?
Created: 2 weeks ago
A
Emilia
B
Ophelia
C
Bianca
D
Desdemona
ডেসডিমোনা ওথেলোর স্ত্রী। তিনি তার বাবার অনুমতি ছাড়া ওথেলোকে বিয়ে করেন। তাদের প্রেম আন্তরিক হলেও ইয়াগোর ষড়যন্ত্রে ওথেলো তাকে সন্দেহ করে হত্যা করে। ডেসডিমোনা ভালোবাসা ও নিষ্ঠার প্রতীক।

1
Updated: 2 weeks ago