What does Gonzalo dream of on the island?
A
Kingdom without labor
B
Marriage of Ferdinand
C
Killing Prospero
D
Magic staff
উত্তরের বিবরণ
Gonzalo দ্বীপে এক আদর্শ সমাজের স্বপ্ন দেখে, যেখানে শ্রম নেই, আইন নেই, এবং সবাই সুখে বসবাস করে। এই কল্পনা ইউরোপীয় ‘ইউটোপিয়া’ ধারণার প্রতিফলন। Gonzalo নাটকে একজন আশাবাদী ও নৈতিক চরিত্র, যার দৃষ্টিভঙ্গি অন্য চরিত্রদের থেকে ভিন্ন।

2
Updated: 2 months ago
Who is sitting in Macbeth's chair at the banquet, visible only to Macbeth?
Created: 3 weeks ago
A
The ghost of Duncan
B
The ghost of Banquo
C
The ghost of King Hamlet
D
The ghost of his father
This famous scene occurs in Act 3, Scene 4 of Macbeth, যেখানে Macbeth নতুন রাজা হয়েছেন এবং witches-এর ভবিষ্যদ্বাণীর কারণে তিনি Banquo এবং তার ছেলে Fleance কে হত্যা করার পরিকল্পনা করেছেন।
-
Context: Macbeth fears that Banquo's descendants will inherit the throne, তাই তিনি কিছু murderers কে নিযুক্ত করেন। তারা Banquo কে হত্যা করতে সক্ষম হলেও, Fleance পালাতে সক্ষম হয়।
-
The Scene: Macbeth একটি উত্সবমূলক banquet আয়োজন করেন Scottish lords-এর জন্য। তিনি যখন নিজের আসনে বসতে যান, তখন তিনি দেখতে পান Banquo-এর রক্তাক্ত ভূত তার চেয়ারে বসে আছে।
-
Significance: ভূতটি Macbeth-এর অপরিমেয় guilt এবং paranoia-এর প্রতিফলন। Macbeth-এর ভূতের প্রতি ভয় ও আতঙ্ক, যা অন্য কেউ দেখতে পাচ্ছে না, তার মনোবলহীনতা প্রকাশ করে এবং nobles-এর সামনে তার সর্বজনীন পতনের সূচনা নির্দেশ করে।

0
Updated: 3 weeks ago
Who becomes King at the end of "Hamlet"?
Created: 2 months ago
A
Laertes
B
Claudius
C
Fortinbras
D
Horatio
উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি "Hamlet" নাটকের শেষ দৃশ্যে ডেনমার্কের রাজপরিবারের প্রায় সবাই মৃত্যুবরণ করে—হ্যামলেট, ক্লডিয়াস, গার্ট্রুড, এবং লায়ার্টিস।
হ্যামলেট মৃত্যুর পূর্বে নরওয়ের রাজপুত্র ফোর্টিনব্রাস (Fortinbras)-এর গুণের প্রশংসা করে তাকে ডেনমার্কের ভবিষ্যৎ রাজা হিসেবে সুপারিশ করে।
নাটকের শেষাংশে Fortinbras ডেনমার্কে এসে উপস্থিত হয় এবং হ্যামলেটের মৃত্যুর কথা শুনে তার প্রতি সম্মান প্রদর্শন করে।
এভাবেই Fortinbras ডেনমার্কের নতুন রাজা হন।
সংক্ষেপে মনে রাখার টিপস
-
Claudius: খল চরিত্র, হ্যামলেটের হাতে নিহত।
-
Laertes: প্রতিশোধ নিতে এসে নিহত হয়।
-
Horatio: বেঁচে থাকে কিন্তু রাজা হয় না।
-
Fortinbras: শান্তিপূর্ণভাবে ক্ষমতা নেয় এবং রাজা হয়।
তাই, Fortinbras-ই হন "Hamlet" নাটকের শেষের নতুন রাজা।

1
Updated: 2 months ago
What is Bianca’s role in the handkerchief plot?
Created: 2 months ago
A
She steals it
B
She returns it angrily to Cassio
C
She hides it from Desdemona
D
She gives it to Iago directly
Bianca, Cassio-র প্রেমিকা, Cassio-র কাছ থেকে রুমালটি পেয়ে রাগে ফেরত দেয়। ওথেলো এটিকে প্রমাণ হিসেবে দেখে বিশ্বাস করে যে রুমালটি ডেসডিমোনা Cassio-কে দিয়েছে। এই ঘটনাই ওথেলোর সন্দেহকে নিশ্চিত করে তোলে এবং ট্র্যাজেডি চূড়ান্ত রূপ পায়।

3
Updated: 2 months ago