Who reminds the nobles of their guilt in the banquet scene?
A
Prospero
B
Gonzalo
C
Ariel (as a harpy)
D
Miranda
উত্তরের বিবরণ
ভোজের দৃশ্যে Ariel হার্পির রূপ নিয়ে আসে এবং Alonso ও তার সঙ্গীদের তাদের অন্যায় ও বিশ্বাসঘাতকতার কথা স্মরণ করিয়ে দেয়। এই দৃশ্য তাদের অপরাধবোধ জাগিয়ে তোলে এবং Prospero-র ন্যায়বিচারের পরিকল্পনাকে কার্যকর করে। এটি নৈতিক শিক্ষা প্রদানের গুরুত্বপূর্ণ মুহূর্ত। (নাটকে harpy শব্দটি এসেছে প্রাচীন গ্রীক পুরাণ থেকে। হার্পি হলো এক ভয়ঙ্কর পৌরাণিক প্রাণী, যার শরীর আংশিকভাবে মহিলা এবং আংশিকভাবে পাখির মতো। সাধারণত এটিকে মানুষের শাস্তিদাতা, ধ্বংস আর আতঙ্কের প্রতীক হিসেবে দেখা হয়।)

3
Updated: 2 months ago
Who first greets Macbeth after the three witches as “Thane of Cawdor”?
Created: 2 months ago
A
Ross
B
Banquo
C
Duncan
D
Lennox
ডাইনিরা ভবিষ্যদ্বাণী করার পর রস প্রথম ম্যাকবেথকে “থেন অফ কডর” উপাধি দিয়ে সম্ভাষণ জানায়। এটি ছিল ডাইনিদের ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ার প্রথম ধাপ, যা ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষা জাগিয়ে তোলে এবং পরবর্তী ট্র্যাজেডির পথে তাকে এগিয়ে দেয়।

3
Updated: 2 months ago
Why does Hamlet stage the play “The Mousetrap”?
Created: 2 months ago
A
To amuse Ophelia
B
To honor his father
C
To catch the conscience of the king
D
To celebrate Claudius’s coronation
হ্যামলেট নাটকের মধ্যে নাটক মঞ্চস্থ করে যাতে ক্লডিয়াসের অপরাধ প্রকাশ পায়। ক্লডিয়াসের প্রতিক্রিয়া দেখে সে নিশ্চিত হয় তার পিতাকে হত্যা করা হয়েছে। এটি নাটকের গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো মুহূর্ত।

0
Updated: 2 months ago
In which Act and Scene does the line "Thou know'st 'tis common, all that lives must die, / Passing through nature to eternity" occur?
Created: 1 week ago
A
Act I, Scene 1
B
Act I, Scene 2
C
Act II, Scene 2
D
Act III, Scene 2
এই লাইনটি Act I, Scene 2-এ কুইন গারট্রুড (Queen Gertrude) হ্যামলেটকে বলেন। এখানে তিনি হ্যামলেটকে তাঁর পিতার মৃত্যুর শোক থেকে সরে এসে বাস্তবতা মেনে নিতে উপদেশ দিচ্ছেন। গারট্রুড বোঝাতে চান, মৃত্যু জীবনের একটি স্বাভাবিক ও অবশ্যম্ভাবী সত্য—প্রত্যেক জীবই একসময় প্রকৃতির মাধ্যমে অনন্তের পথে যায়।
মূল ভাবটি হলো—
-
গারট্রুড জীবনের অস্থায়িত্ব (transience of life) এবং মৃত্যুর অনিবার্যতা (inevitability of death) তুলে ধরছেন।
-
তিনি হ্যামলেটকে আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে ভাবতে বলেন—যা ঘটেছে তা প্রকৃতির নিয়ম।
-
এই সংলাপটি নাটকের শুরুতেই জীবনের অনিত্যতা এবং মানবিক বেদনার একটি গভীর দার্শনিক সুর সৃষ্টি করে, যা পরবর্তীতে Hamlet-এর মূল থিমগুলির সঙ্গে যুক্ত হয়।

0
Updated: 1 week ago