A
Wealth
B
Kingship
C
Freedom
D
Revenge
উত্তরের বিবরণ
Ariel Prospero-কে সেবা করলেও সে বারবার স্বাধীনতার দাবি জানায়। সে একসময় জাদুকরী ডাইনির যাদু থেকে মুক্তি পেয়েছিল, তবে এখন Prospero-র বশ্যতায় আছে। Ariel-এর স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা নাটকে মানবতার স্বাধীনতা ও মুক্তির প্রতীকী অর্থ প্রকাশ করে।

1
Updated: 2 weeks ago
Why does King Lear decide to divide his kingdom among his daughters?
Created: 2 weeks ago
A
To reward them for their loyalty
B
To avoid future conflict after his death
C
To test their love for him in public
D
To follow ancient custom
প্রথম অঙ্কে Lear সিদ্ধান্ত নেয় রাজ্য ভাগ করে দেবে সেই কন্যাদের মধ্যে যারা সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করবে। এই প্রকাশ্য ভালোবাসা পরীক্ষা তার অহং তুষ্ট করার জন্য ছিল, কিন্তু Cordelia সত্য উত্তর দেওয়ায় ঘটনাপ্রবাহ করুণ দিকে মোড় নেয়।

2
Updated: 2 weeks ago
What is the ultimate fate of King Lear?
Created: 2 weeks ago
A
He kills himself
B
He dies grieving over Cordelia’s death
C
He is murdered by Goneril
D
He becomes king again
Lear Cordelia-কে বাঁচাতে ব্যর্থ হয়। তার মৃত্যুর শোকে Lear নিজেও মারা যায়। এই সমাপ্তি ট্র্যাজিক হিরোর পতন এবং মানবীয় বেদনার চূড়ান্ত রূপ প্রকাশ করে। নাটকটি করুণা ও ভয় জাগানোর মাধ্যমে সমাপ্ত হয়।

1
Updated: 2 weeks ago
What role does the Fool play in King Lear?
Created: 3 weeks ago
A
A warrior
B
A messenger
C
A truth-teller in disguise
D
A villain
King Lear নাটকে The Fool চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ প্রতীকি ভূমিকা পালন করে। তিনি রাজা লিয়ারের একজন দরবারি বিদূষক (court jester) হলেও, তার কথার মধ্য দিয়ে নাটকের অনেক গভীর সত্য উঠে আসে।
-
The Fool সরাসরি কথা বলতে পারে, কারণ সে বিদূষক — সে রসিকতার মাধ্যমে কঠিন ও তিক্ত সত্য প্রকাশ করতে পারে।
-
সে লিয়ার ভুল সিদ্ধান্ত (বিশেষত কর্ডেলিয়াকে ত্যাগ করা এবং গনরিল ও রেগানকে রাজ্য প্রদান করা) নিয়ে খোলাখুলি সমালোচনা করে।
-
তাকে “truth-teller in disguise” বলা হয়, কারণ সে বিদূষকের মুখোশ পরে থাকলেও তার কথাগুলো বুদ্ধিদীপ্ত এবং সত্যনিষ্ঠ।
উদাহরণ:
Lear যখন তার কন্যাদের দ্বারা প্রতারিত হন, তখন Fool বলে:
“Thou shouldst not have been old till thou hadst been wise.”
(তুমি তখনই বৃদ্ধ হতে পারতে যখন তুমি জ্ঞানী হতে।) এই কথার মাধ্যমে সে লিয়ার বোকামির ইঙ্গিত দেয়।
ফলে, The Fool নাটকে শুধুমাত্র হাস্যরস নয়, গভীর জ্ঞানের প্রতীক হিসেবেও কাজ করে — যে কারণে উত্তর (c) A truth-teller in disguise সঠিক।

0
Updated: 3 weeks ago