What promise does Ariel repeatedly seek from Prospero?
A
Wealth
B
Kingship
C
Freedom
D
Revenge
উত্তরের বিবরণ
Ariel Prospero-কে সেবা করলেও সে বারবার স্বাধীনতার দাবি জানায়। সে একসময় জাদুকরী ডাইনির যাদু থেকে মুক্তি পেয়েছিল, তবে এখন Prospero-র বশ্যতায় আছে। Ariel-এর স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা নাটকে মানবতার স্বাধীনতা ও মুক্তির প্রতীকী অর্থ প্রকাশ করে।

1
Updated: 2 months ago
Who plots to kill Alonso during his sleep?
Created: 2 months ago
A
Prospero and Miranda
B
Caliban and Ariel
C
Antonio and Sebastian
D
Gonzalo and Ferdinand
Antonio (Prospero-র বিশ্বাসঘাতক ভাই) এবং Sebastian (Alonso-র ভাই) ষড়যন্ত্র করে ঘুমন্ত Alonso-কে হত্যা করতে, যাতে Sebastian রাজা হতে পারে। তবে Ariel সময়মতো Gonzalo-কে সতর্ক করে, যেন Alonso-কে রক্ষা করা যায়। এই ষড়যন্ত্র নাটকের বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার লোভের থিমকে স্পষ্ট করে তোলে।

2
Updated: 2 months ago
Shakespeare is often called —
Created: 1 month ago
A
The Swan of Avon
B
The Poet of Nature
C
The Bard of Thames
D
The Sage of London
Answer: The Swan of Avon
William Shakespeare
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
জন্মস্থান: Stratford-upon-Avon
-
ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা
-
ইংরেজি জাতীয় কবি হিসেবে খ্যাত
-
প্রখ্যাত উপাধি: Bard of Avon বা Swan of Avon
-
মোট রচনা: ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট
উল্লেখযোগ্য রচনাসমূহ:
ট্র্যাজেডি:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Titus Andronicus
-
Timon of Athens
-
Antony and Cleopatra
-
Coriolanus
-
Romeo and Juliet
কৌতুকময় নাটক (Comedy):
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
Love's Labour's Lost
-
A Comedy of Errors
-
The Taming of the Shrew
-
Much Ado About Nothing
-
All's Well That Ends Well
-
A Midsummer Night's Dream
-
The Merry Wives of Windsor
-
The Two Gentlemen of Verona
ট্র্যাজি-কৌতুক (Tragi-comedy):
-
The Merchant of Venice
-
The Winter's Tale
-
Cymbeline
-
Troilus and Cressida
-
Measure for Measure
ঐতিহাসিক নাটক (Historical play):
-
Julius Caesar (Tragedy + Historical)
-
Henry IV Part I & II
-
Henry V
-
Henry VI Part I, II & III
-
Henry VIII
-
King John
-
Richard II
-
Richard III
প্রখ্যাত কবিতা ও সনেট:
-
Sonnet 18: Shall I Compare Thee to a Summer Day
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
-
A Lover's Complaint
-
The Phoenix and the Turtle
William Shakespeare এর সাহিত্যকর্ম ও নাটক Elizabethan যুগের সাংস্কৃতিক মানচিত্রে অমর অবদান রেখেছে।

0
Updated: 1 month ago
Who says, “Put out the light, and then put out the light”?
Created: 2 months ago
A
Desdemona
B
Othello
C
Iago
D
Brabantio
এই লাইনটি ওথেলো বলে যখন সে ডেসডিমোনাকে হত্যা করার আগে প্রদীপ নিভিয়ে দেয়। প্রথম আলো নিভানো প্রতীকী, আর দ্বিতীয়টি তার স্ত্রীর জীবন। এখানে ভালোবাসা ও হত্যা একইসাথে মিশে আছে, যা নাটকের করুণ ট্র্যাজেডিকে গভীর করে।

2
Updated: 2 months ago