Why does Prospero cherish Miranda above all else?
A
She is his only child
B
She is a loyal servant
C
She helps in magic
D
She rules the island
উত্তরের বিবরণ
Miranda Prospero-র একমাত্র সন্তান। তার মায়ের মৃত্যু হয়েছে, তাই Prospero তার সমস্ত ভালোবাসা ও যত্ন মেয়ের ওপর ঢেলে দেয়। Miranda-কে কেন্দ্র করেই Prospero জীবনের আশা, ভবিষ্যৎ ও পুনর্জীবনের প্রতীক খুঁজে পায়। তাই তিনি সর্বদা তাকে রক্ষা ও স্নেহ করেন।

1
Updated: 2 months ago
Who first greets Macbeth as “Thane of Cawdor”?
Created: 2 months ago
A
Banquo
B
Ross
C
Duncan
D
Lennox
যুদ্ধ জয়ের পর Ross রাজা Duncan-এর বার্তা নিয়ে এসে Macbeth-কে “Thane of Cawdor” বলে অভিবাদন জানায়। এটি ডাইনিদের ভবিষ্যদ্বাণীর প্রথম অংশ পূর্ণ করে এবং Macbeth-এর উচ্চাকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে।

2
Updated: 2 months ago
Who is the daughter of King Lear?
Created: 1 month ago
A
Desdemona
B
Cordelia
C
Ophelia
D
Rosalind
King Lear
-
রচনা: William Shakespeare, 5-act tragedy (1605–06 লেখা, 1608 প্রকাশ)।
-
মূল কাহিনি: বৃদ্ধ রাজা King Lear তার তিন কন্যার মধ্যে রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নেন।
-
কন্যারা: Goneril, Regan, Cordelia।
-
Cordelia সত্যবাদী ও চাটুকারিতা এড়িয়ে চলে; King Lear তাকে বিতাড়িত করে।
-
ট্র্যাজেডি মূলত সত্যবাদিতা, অহং, প্রতিশোধ ও পারিবারিক দ্বন্দ্ব নিয়ে।
Important Characters:
King Lear, Goneril, Regan, Cordelia, Edmund, Edgar।
Famous Quotations:
-
"How sharper than a serpent's tooth it is To have a thankless child!"
-
"Nothing will come of nothing: speak again."
-
"I am a man more sinned against than sinning."
-
"Speak what we feel, not what we ought to say."
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon। মৃত্যু: 23 April 1616।
-
পরিচয়: English poet, dramatist, actor; Bard of Avon, founder of Globe Theatre (1599)।
-
সাহিত্যিক রচনা: 37 plays, 154 sonnets।

0
Updated: 1 month ago
Why does King Lear banish Cordelia?
Created: 2 months ago
A
She betrayed him
B
She plotted against him
C
She married without consent
D
She refused to flatter him
করডেলিয়া তার বাবার প্রতি সৎ থেকে অতিরিক্ত প্রশংসা করতে অস্বীকৃতি জানায়। অন্য দুই কন্যা মিথ্যা প্রশংসা করে রাজ্যের ভাগ পায়, কিন্তু করডেলিয়ার সততার জন্য লিয়ার তাকে নির্বাসিত করেন। এই ঘটনা নাটকের মূল দ্বন্দ্ব পরবর্তী ট্র্যাজেডির সূচনা করে।

1
Updated: 2 months ago