What does Miranda famously say upon seeing other men for the first time?
A
“What fools these mortals be!”
B
“How beauteous mankind is!”
C
“Frailty, thy name is woman!”
D
“All the world’s a stage!”
উত্তরের বিবরণ
Miranda যখন প্রথম অন্য মানুষদের দেখে, তখন বিস্ময়ে বলে—“How beauteous mankind is!”। সে মানব সমাজকে সৌন্দর্য ও বিস্ময়ের দৃষ্টিতে দেখে। এই উক্তি মানবতার প্রতি আশাবাদ প্রকাশ করে এবং নাটকের পুনর্মিলন ও মানবিক ভালোবাসার থিমকে সমর্থন করে।

2
Updated: 2 months ago
How does Macbeth respond to the news of Lady Macbeth’s death?
Created: 3 weeks ago
A
He grieves deeply and abandons ambition
B
He shows despair and reflects on the futility of life
C
He immediately plans revenge
D
He celebrates his achievements
লেডি ম্যাকবেথের মৃত্যুর খবরে ম্যাকবেথ নিরাশা এবং জীবনের অর্থহীনতা নিয়ে চিন্তা প্রকাশ করেন।
এটি তার মানসিক অবস্থা এবং অপরাধবোধকে আরও তীব্র করে।
শেক্সপিয়ার দেখিয়েছেন মৃত্যু এবং ক্ষয়িষ্ণু উচ্চাভিলাষ মানসিক পতনের কারণ।
ম্যাকবেথ জীবনের সংক্ষিপ্ততা এবং উচ্চাভিলাষের পরিণাম উপলব্ধি করেন। এই মুহূর্ত নাটকের ট্র্যাজিক আবহকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়।

0
Updated: 3 weeks ago
Why does Gloucester get betrayed by his illegitimate son, Edmund?
Created: 3 weeks ago
A
He envies his brother Edgar
B
He wants to punish Gloucester
C
He fears Edgar will inherit everything
D
He envies his father’s attention
এডমন্ড তার ভাই এডগারের প্রতি ঈর্ষা অনুভব করে। সে চায় সম্পদ ও মর্যাদা নিজের হাতে আসুক। সে পিতাকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে।
এটি ভাই-ভাইয়ের দ্বন্দ্ব এবং পারিবারিক বিশ্বাসঘাতকতা তুলে ধরে।
গ্লোস্টারের অবহেলা তাকে সহজভাবে প্রতারণার শিকার বানায়।
শেক্সপিয়ার দেখিয়েছেন কিভাবে ঈর্ষা ও লোভ ট্র্যাজেডির মূল উৎস হতে পারে।
এডমুন্ডের প্রতারণা নাটকের সংঘাতকে তীব্র করে।

3
Updated: 3 weeks ago
Who imprisons Ariel before Prospero frees him?
Created: 2 months ago
A
Antonio
B
Sycorax
C
Caliban
D
Gonzalo
Ariel-কে ডাইনী Sycorax একটি ফাঁপা গাছে বন্দি করেছিল কারণ সে তার দুষ্ট কাজ মানতে চায়নি। বহু বছর সেখানে আটক থাকার পর Prospero এসে তাকে মুক্ত করে। তাই Ariel Prospero-র কাছে কৃতজ্ঞ, যদিও পরে স্বাধীনতার দাবি তোলে।

1
Updated: 2 months ago