Who provides comic relief in The Tempest?
A
Gonzalo
B
Trinculo and Stephano
C
Antonio
D
Ferdinand
উত্তরের বিবরণ
Trinculo (ভাঁড়) এবং Stephano (মদ পরিবেশনকারী) নাটকে হাস্যরসের উপাদান যোগ করে। তারা Caliban-এর সঙ্গে মিলে Prospero-কে হত্যা করার ব্যর্থ ষড়যন্ত্র করে। তাদের বোকামি এবং মজার সংলাপ নাটকের গুরুতর অংশের ভারসাম্য রক্ষা করে এবং দর্শকদের হাসির সুযোগ দেয়।

2
Updated: 2 months ago
Using the concept of double colonization/marginalization, how can Miranda be characterized?
Created: 1 week ago
A
She is a doll in her father's hand
B
She remains an elite till the end
C
She realises she is akin to Caliban
D
She remains nonchalant
Miranda-কে double colonization বা marginalization-এর ধারণা দিয়ে বিশ্লেষণ করলে দেখা যায়, সে একদিকে নারী হিসেবে patriarchal (পিতৃতান্ত্রিক) শাসনের অধীনে, আবার অন্যদিকে ঔপনিবেশিক ব্যবস্থার ভেতরে অবস্থান করছে।
অর্থাৎ, তার ওপর দুটি স্তরে দমন কাজ করছে — এক, নারী হিসেবে বাবার কর্তৃত্বে; দুই, উপনিবেশের শক্তির ভেতরে একজন অধীন ব্যক্তিত্ব হিসেবে।
-
প্রথমত, Prospero-র কন্যা হিসেবে সে পুরুষের ক্ষমতা ও নিয়ন্ত্রণের অধীনে থাকে; তার ব্যক্তিত্ব, চিন্তা ও সিদ্ধান্ত স্বাধীন নয়।
-
দ্বিতীয়ত, যখন সে Caliban-এর অবস্থার সঙ্গে নিজের অবস্থার মিল খুঁজে পায়, তখন সে উপলব্ধি করে যে তাদের দুজনেই নিপীড়নের শিকার—একজন লিঙ্গের কারণে, আরেকজন বর্ণ ও জাতিগত অবস্থানের কারণে।
-
এই উপলব্ধি থেকেই বোঝা যায়, Miranda আসলে শুধু একটি “innocent figure” নয়, বরং একজন সচেতন চরিত্র যে নিজের ও Caliban-এর মধ্যে থাকা shared subjugation চিনতে পারে।
সুতরাং, Post-colonial দৃষ্টিকোণ থেকে Miranda এমন এক চরিত্র, যে নিজের দমন ও Caliban-এর দমন—দুটোকেই একসূত্রে দেখার ক্ষমতা অর্জন করে, যা তাকে কেবল নিষ্পাপ কন্যা নয়, বরং একটি সমালোচনামূলক, আত্মসচেতন সত্তায় পরিণত করে।

0
Updated: 1 week ago
What type of play is Measure for Measure?
Created: 3 weeks ago
A
Tragedy
B
Dark comedy
C
Romance
D
History play
Measure for Measure
-
এটি William Shakespeare এর লেখা ৫ অঙ্কের Dark Comedy।
-
লেখা হয় ১৬০৩–০৪ সালে এবং প্রকাশিত হয় ১৬২৩ সালের First Folio তে।
-
"Problem play" হিসেবে পরিচিত, কারণ এতে ট্র্যাজেডি ও কমেডির সংমিশ্রণ রয়েছে।
-
বিষয়বস্তু: সামাজিক ন্যায়বিচার, নৈতিকতা, ক্ষমা এবং ক্ষমতার অপব্যবহার।
Summary:
-
ভিয়েনার ডিউক তার ক্ষমতা ছেড়ে Lord Angelo কে শাসনভার দেন।
-
Lord Angelo কঠোরভাবে আইন প্রয়োগ করে এবং Claudio নামে যুবককে মৃত্যুদণ্ড দেয়।
-
Claudio এর বোন Isabella ভাইয়ের জীবন বাঁচাতে Angelo এর কাছে অনুরোধ জানায়।
-
Lord Angelo শর্ত দেয়, Claudio বাঁচাতে Isabella তাকে দেহ দিতে হবে।
-
ডিউক গোপনে ফিরে এসে Angelo এর অসৎ আচরণ প্রকাশ করে এবং Claudio কে ক্ষমা দেন।
-
নাটকটি ন্যায়, সততা ও ক্ষমতার অপব্যবহার নিয়ে গভীর বার্তা দেয়।
Main characters:
-
Isabella
-
Vincentio
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
Shakespeare এর কিছু Tragi-comedy:
-
The Merchant of Venice
-
Measure for Measure
-
The Winter's Tale
-
Cymbeline
-
Troilus and Cressida
Source:

0
Updated: 3 weeks ago
Which relationship in the play is most tragically destroyed by betrayal?
Created: 2 months ago
A
Cassio–Bianca
B
Iago–Emilia
C
Othello–Desdemona
D
Roderigo–Desdemona
ওথেলো ও ডেসডিমোনার সম্পর্ক ভালোবাসার হলেও Iago-র ষড়যন্ত্রে বিশ্বাসঘাতকতার শিকার হয়। ওথেলো অন্ধভাবে ভেবে নেয় ডেসডিমোনা অবিশ্বস্ত। এই ভুল ধারণা প্রেমকে ধ্বংস করে এবং শেষ পর্যন্ত হত্যায় রূপ নেয়। ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার দ্বন্দ্ব নাটকের মূল ট্র্যাজেডি।

0
Updated: 2 months ago