A
Natural weather
B
Prospero’s magic through Ariel
C
Caliban’s curse
D
Neptune’s anger
উত্তরের বিবরণ
নাটকের শুরুতে জাহাজডুবির ঝড়টি প্রাকৃতিক নয়। Prospero তার জাদু ব্যবহার করে এবং Ariel-কে আদেশ দিয়ে ঝড় তোলে। এর উদ্দেশ্য হলো শত্রুদের দ্বীপে নিয়ে আসা, যাতে তাদের শাস্তি ও পুনর্মিলনের ব্যবস্থা করা যায়। ঝড় নাটকের মূল কাহিনির সূচনা ঘটায়।

1
Updated: 2 weeks ago
Who becomes King at the end of "Hamlet"?
Created: 3 weeks ago
A
Laertes
B
Claudius
C
Fortinbras
D
Horatio
উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি "Hamlet" নাটকের শেষ দৃশ্যে ডেনমার্কের রাজপরিবারের প্রায় সবাই মৃত্যুবরণ করে—হ্যামলেট, ক্লডিয়াস, গার্ট্রুড, এবং লায়ার্টিস।
হ্যামলেট মৃত্যুর পূর্বে নরওয়ের রাজপুত্র ফোর্টিনব্রাস (Fortinbras)-এর গুণের প্রশংসা করে তাকে ডেনমার্কের ভবিষ্যৎ রাজা হিসেবে সুপারিশ করে।
নাটকের শেষাংশে Fortinbras ডেনমার্কে এসে উপস্থিত হয় এবং হ্যামলেটের মৃত্যুর কথা শুনে তার প্রতি সম্মান প্রদর্শন করে।
এভাবেই Fortinbras ডেনমার্কের নতুন রাজা হন।
সংক্ষেপে মনে রাখার টিপস
-
Claudius: খল চরিত্র, হ্যামলেটের হাতে নিহত।
-
Laertes: প্রতিশোধ নিতে এসে নিহত হয়।
-
Horatio: বেঁচে থাকে কিন্তু রাজা হয় না।
-
Fortinbras: শান্তিপূর্ণভাবে ক্ষমতা নেয় এবং রাজা হয়।
তাই, Fortinbras-ই হন "Hamlet" নাটকের শেষের নতুন রাজা।

1
Updated: 3 weeks ago
Why does Prospero cherish Miranda above all else?
Created: 2 weeks ago
A
She is his only child
B
She is a loyal servant
C
She helps in magic
D
She rules the island
Miranda Prospero-র একমাত্র সন্তান। তার মায়ের মৃত্যু হয়েছে, তাই Prospero তার সমস্ত ভালোবাসা ও যত্ন মেয়ের ওপর ঢেলে দেয়। Miranda-কে কেন্দ্র করেই Prospero জীবনের আশা, ভবিষ্যৎ ও পুনর্জীবনের প্রতীক খুঁজে পায়। তাই তিনি সর্বদা তাকে রক্ষা ও স্নেহ করেন।

1
Updated: 2 weeks ago
What is Iago’s real motive behind destroying Othello?
Created: 2 weeks ago
A
To avenge being passed over for promotion
B
To win Desdemona’s love
C
To serve Cassio
D
To gain money from Roderigo
Iago মূলত Cassio-কে পদোন্নতিতে এগিয়ে দেওয়ায় অপমানিত বোধ করে এবং প্রতিশোধ নিতে চায়। পাশাপাশি, তার ঈর্ষা, জাতিগত বিদ্বেষ ও অযৌক্তিক সন্দেহ ওথেলোর বিরুদ্ধে ষড়যন্ত্রের আগুন জ্বালায়। এই মিশ্র উদ্দেশ্যই পুরো ট্র্যাজেডির চালিকা শক্তি।

0
Updated: 2 weeks ago