What causes the storm (tempest) at the beginning of the play?
A
Natural weather
B
Prospero’s magic through Ariel
C
Caliban’s curse
D
Neptune’s anger
উত্তরের বিবরণ
নাটকের শুরুতে জাহাজডুবির ঝড়টি প্রাকৃতিক নয়। Prospero তার জাদু ব্যবহার করে এবং Ariel-কে আদেশ দিয়ে ঝড় তোলে। এর উদ্দেশ্য হলো শত্রুদের দ্বীপে নিয়ে আসা, যাতে তাদের শাস্তি ও পুনর্মিলনের ব্যবস্থা করা যায়। ঝড় নাটকের মূল কাহিনির সূচনা ঘটায়।

1
Updated: 2 months ago
What is Ferdinand asked to do in The Tempest, Act III?
Created: 1 week ago
A
Sing a song
B
Write a poem
C
Dance
D
Fetch wood for fuel
ফার্ডিনান্ডকে ‘The Tempest’-এর তৃতীয় অঙ্কে প্রসপেরো তার ভালোবাসার পরীক্ষা হিসেবে কঠোর পরিশ্রমে নিযুক্ত করে। তাকে আদেশ দেওয়া হয় জ্বালানি হিসেবে কাঠ সংগ্রহ করতে। এই শ্রমের মাধ্যমে প্রসপেরো যাচাই করতে চায় যে ফার্ডিনান্ডের মিরান্ডার প্রতি ভালোবাসা সত্যিকারের কিনা।
-
প্রসপেরো ইচ্ছাকৃতভাবে ফার্ডিনান্ডের ওপর ভারী কাজ চাপিয়ে দেয়, যাতে সে কেবল কথায় নয়, কর্মে তার ভালোবাসা প্রমাণ করতে পারে।
-
ফার্ডিনান্ড বিনা অভিযোগে কাঠ বহন করতে থাকে, যা তার ধৈর্য, নিষ্ঠা ও আন্তরিক ভালোবাসার পরিচয় দেয়।
-
এই পরিশ্রমই পরবর্তীতে তার ও মিরান্ডার সম্পর্ককে আরও দৃঢ় ও আন্তরিক করে তোলে।

0
Updated: 1 week ago
How does Iago describe Cassio to Othello to ruin his image?
Created: 2 months ago
A
As a coward
B
As a womanizer
C
As a traitor
D
As a spy
Iago Othello-কে বোঝায় যে Cassio একজন নারীলোভী, যা Desdemona-র সঙ্গে তার সম্পর্ককে সন্দেহজনক করে তোলে। এই মিথ্যা অভিযোগ Othello-র ঈর্ষা জাগিয়ে তোলে এবং তার মানসিক ভাঙন দ্রুত ত্বরান্বিত করে।

0
Updated: 2 months ago
What is Cordelia’s response during Lear’s love test?
Created: 2 months ago
A
She says she loves him “more than words can express.”
B
She remains completely silent.
C
She says she loves him “according to her bond, no more nor less.”
D
She declares her love is greater than her sisters’.
Cordelia বাড়িয়ে কথা না বলে সৎভাবে জানায় যে, সে বাবাকে ঠিক কন্যার কর্তব্য অনুযায়ী ভালোবাসে, তার বেশি বা কম নয়। এই সততা Lear কে ক্রুদ্ধ করে এবং তাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে।

0
Updated: 2 months ago