A
Prospero and Miranda
B
Caliban and Ariel
C
Antonio and Sebastian
D
Gonzalo and Ferdinand
উত্তরের বিবরণ
Antonio (Prospero-র বিশ্বাসঘাতক ভাই) এবং Sebastian (Alonso-র ভাই) ষড়যন্ত্র করে ঘুমন্ত Alonso-কে হত্যা করতে, যাতে Sebastian রাজা হতে পারে। তবে Ariel সময়মতো Gonzalo-কে সতর্ক করে, যেন Alonso-কে রক্ষা করা যায়। এই ষড়যন্ত্র নাটকের বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার লোভের থিমকে স্পষ্ট করে তোলে।

1
Updated: 2 weeks ago
What is Prospero’s final request to the audience in the Epilogue?
Created: 2 weeks ago
A
To punish Antonio
B
To crown Miranda
C
To free him with applause
D
To honor Caliban
Epilogue-এ Prospero দর্শকদের উদ্দেশ্যে বলে যে তার জাদু শেষ, এখন তাদের করতালিই তাকে মুক্তি দিতে পারে। এটি নাটকের ভেতরে চরিত্রের অনুরোধ হলেও আসলে শেকসপিয়ারের নাট্যরীতি, যেখানে দর্শকের অনুমোদনই নাটকের সমাপ্তি ঘটায়।

1
Updated: 2 weeks ago
Who becomes King at the end of "Hamlet"?
Created: 3 weeks ago
A
Laertes
B
Claudius
C
Fortinbras
D
Horatio
উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি "Hamlet" নাটকের শেষ দৃশ্যে ডেনমার্কের রাজপরিবারের প্রায় সবাই মৃত্যুবরণ করে—হ্যামলেট, ক্লডিয়াস, গার্ট্রুড, এবং লায়ার্টিস।
হ্যামলেট মৃত্যুর পূর্বে নরওয়ের রাজপুত্র ফোর্টিনব্রাস (Fortinbras)-এর গুণের প্রশংসা করে তাকে ডেনমার্কের ভবিষ্যৎ রাজা হিসেবে সুপারিশ করে।
নাটকের শেষাংশে Fortinbras ডেনমার্কে এসে উপস্থিত হয় এবং হ্যামলেটের মৃত্যুর কথা শুনে তার প্রতি সম্মান প্রদর্শন করে।
এভাবেই Fortinbras ডেনমার্কের নতুন রাজা হন।
সংক্ষেপে মনে রাখার টিপস
-
Claudius: খল চরিত্র, হ্যামলেটের হাতে নিহত।
-
Laertes: প্রতিশোধ নিতে এসে নিহত হয়।
-
Horatio: বেঁচে থাকে কিন্তু রাজা হয় না।
-
Fortinbras: শান্তিপূর্ণভাবে ক্ষমতা নেয় এবং রাজা হয়।
তাই, Fortinbras-ই হন "Hamlet" নাটকের শেষের নতুন রাজা।

1
Updated: 3 weeks ago
Who is the main villain in Othello?
Created: 2 weeks ago
A
Cassio
B
Iago
C
Roderigo
D
Brabantio
ইয়াগো ওথেলোর সহকারী হলেও ভেতরে গভীর বিদ্বেষ লালন করে। সে ক্যাসিওকে উন্নতি দেওয়ায় ঈর্ষান্বিত হয় এবং ওথেলোর মন ভাঙতে ষড়যন্ত্র করে। তার মিথ্যা কথায় ওথেলো প্রতারিত হয়। তাই ইয়াগো নাটকের প্রকৃত খলনায়ক।

1
Updated: 2 weeks ago