What does Caliban symbolize in the play?
A
Pure evil
B
Heroic figure
C
Divine power
D
Colonial subject
উত্তরের বিবরণ
Caliban দ্বীপের স্থানীয় বাসিন্দা, যাকে Prospero দাসে পরিণত করেছে। তার চরিত্র ইউরোপীয় উপনিবেশবাদের প্রতীক—স্থানীয় মানুষকে দমন ও শোষণ। Caliban স্বাধীনতা চায় এবং বিদ্রোহ করে। এভাবে নাটকে Caliban উপনিবেশিত জনগোষ্ঠীর প্রতিরোধ ও কষ্টকে প্রতিফলিত করে।

2
Updated: 2 months ago
What are Desdemona’s last words?
Created: 2 months ago
A
"Give me a kiss".
B
"I hate you, Othello."
C
“Nobody; I myself”
D
"Curse for you Iago."
মৃত্যুর মুখেও ডেসডিমোনা ওথেলোকে দোষ দেয় না। এমিলিয়ার প্রশ্নে সে বলে—“Nobody; I myself.” এই লাইন তার বিশ্বস্ততা ও ভালোবাসার প্রতীক। মৃত্যুর পরেও সে স্বামীকে রক্ষা করতে চায়।

1
Updated: 2 months ago
Who is Hamlet’s uncle and stepfather?
Created: 2 months ago
A
Claudius
B
Polonius
C
Laertes
D
Horatio

1
Updated: 2 months ago
What motivates Hamlet’s famous “To be or not to be” soliloquy?
Created: 3 weeks ago
A
Curiosity about life and death
B
Desire to impress the court with philosophy
C
Frustration with Ophelia’s behavior
D
His deep inner conflict over action versus inaction
হ্যামলেটের “To be or not to be” সলোলোকি তার অন্তর্মুখী দ্বন্দ্ব প্রকাশ করে। পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তার মনে দ্বিধা জন্মায়। তিনি ভাবেন, জীবন চালিয়ে যাওয়া কি ভালো, নাকি মৃত্যু গ্রহণ করা উচিত।
তার চিন্তাভাবনা “action vs. inaction” নাটকের মূল থিমের সঙ্গে সম্পর্কিত।এই সলোলোকি হ্যামলেটকে দার্শনিক ও নৈতিকভাবে জটিল চরিত্র হিসেবে ফুটিয়ে তোলে।
এটি দর্শকের সঙ্গে মানসিক সংযোগ এবং নাটকের সাসপেন্স তৈরি করে।হ্যামলেটের দ্বিধা তার মধ্যবর্তী চরিত্র বিকাশ এবং মানসিক গভীরতা স্পষ্ট করে।ফলস্বরূপ, সলোলোকি নাটকের কেন্দ্রীয় সংঘাত ও চরিত্রের মানসিক দ্বন্দ্বকে সুন্দরভাবে প্রকাশ করে।

1
Updated: 3 weeks ago