Who plots to kill Alonso during his sleep?
A
Prospero and Miranda
B
Caliban and Ariel
C
Antonio and Sebastian
D
Gonzalo and Ferdinand
উত্তরের বিবরণ
Antonio (Prospero-র বিশ্বাসঘাতক ভাই) এবং Sebastian (Alonso-র ভাই) ষড়যন্ত্র করে ঘুমন্ত Alonso-কে হত্যা করতে, যাতে Sebastian রাজা হতে পারে। তবে Ariel সময়মতো Gonzalo-কে সতর্ক করে, যেন Alonso-কে রক্ষা করা যায়। এই ষড়যন্ত্র নাটকের বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার লোভের থিমকে স্পষ্ট করে তোলে।

2
Updated: 2 months ago
Who brings Hamlet back to Denmark after his voyage to England?
Created: 2 months ago
A
Horatio
B
Rosencrantz
C
Pirates
D
Guildenstern
ইংল্যান্ডে পাঠানোর পথে Hamlet-এর জাহাজে জলদস্যুরা আক্রমণ করে। তারা তাকে অক্ষত রেখে ডেনমার্কে ফিরিয়ে আনে, যা নাটকের ভাগ্যচক্র পাল্টে দেয়।

2
Updated: 2 months ago
Lear is king of what country?
Created: 3 weeks ago
A
Scotland
B
Britain
C
France
D
East Anglia
King Lear হলেন ব্রিটেনের রাজা। এই নাটকে তিনি তাঁর পুরো রাজ্যকে ভাগ করেন দুই জোড়া জামাইয়ের মধ্যে:
-
The Duke of Albany (একটি প্রাচীন নাম Scotland-এর জন্য)
-
The Duke of Cornwall (ইংল্যান্ডের একটি অঞ্চল)
যেহেতু তার সার্বভৌম ক্ষমতা এই দুই প্রধান অঞ্চল পর্যন্ত বিস্তৃত, তাই তিনি সমগ্র ব্রিটেনের শাসক। নাটকটি অন্যান্য স্থানকেও উল্লেখ করে, যেমন France, যা এখানে বিদেশী ও স্বাধীন রাজ্য হিসেবে চিত্রিত হয়েছে।

0
Updated: 3 weeks ago
Who persuades Macbeth to murder King Duncan?
Created: 2 months ago
A
Banquo
B
Lady Macbeth
C
The Witches
D
Macduff
Lady Macbeth তার স্বামীকে প্ররোচিত করে ডানকানকে হত্যার জন্য। সে তার পুরুষত্বকে প্রশ্ন করে এবং সাহস জোগায়। Macbeth প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও স্ত্রীর কথায় হত্যা করে। এতে ট্র্যাজেডির চক্র শুরু হয়।

0
Updated: 2 months ago