What role does Ariel play in the play?
A
Villain
B
Spirit-servant
C
Ship captain
D
Duke’s son
উত্তরের বিবরণ
Ariel হলো এক অতিপ্রাকৃত আত্মা, যে Prospero-র বিশ্বস্ত সেবক। সে জাদুকরী শক্তি দিয়ে সমুদ্রে ঝড় তোলে। এরপর সে নাটকের চরিত্রদের বিভ্রান্ত করে এবং Prospero-র পরিকল্পনা সফল করতে সাহায্য করে। Ariel স্বাধীনতা চায় এবং নাটকের শেষে Prospero তাকে মুক্তি দেয়। Ariel নাটকের প্রতীকী স্বাধীনতার প্রতিচ্ছবি।

1
Updated: 2 months ago
Who imprisons Ariel before Prospero frees him?
Created: 2 months ago
A
Antonio
B
Sycorax
C
Caliban
D
Gonzalo
Ariel-কে ডাইনী Sycorax একটি ফাঁপা গাছে বন্দি করেছিল কারণ সে তার দুষ্ট কাজ মানতে চায়নি। বহু বছর সেখানে আটক থাকার পর Prospero এসে তাকে মুক্ত করে। তাই Ariel Prospero-র কাছে কৃতজ্ঞ, যদিও পরে স্বাধীনতার দাবি তোলে।

1
Updated: 2 months ago
Who kills Polonius?
Created: 2 months ago
A
Claudius
B
Hamlet
C
Laertes
D
Fortinbras
Polonius হলেন ডেনমার্কের রাজদরবারের প্রধান পরামর্শদাতা এবং Ophelia ও Laertes-এর পিতা। তিনি গোপনে Hamlet ও Gertrude-এর কথোপকথন শুনতে Gertrude-এর কক্ষে একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়েন।
Hamlet যখন কক্ষে ঢোকে ও তার মা Gertrude-এর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তখন সে আচমকা পর্দার পেছনে কিছু নড়াচড়া টের পায়। সে ভাবে, সেখানে হয়তো King Claudius লুকিয়ে আছে, তাই কোনো চিন্তা না করেই তরবারি দিয়ে আঘাত করে দেয়। কিন্তু পর্দার পেছনে ছিলেন Polonius, এবং সেই আঘাতে তার মৃত্যু হয়।
এটি Shakespeare-এর "Hamlet" নাটকের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য, কারণ এটি Hamlet-এর প্রতিশোধপরায়ণতা এবং ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি দেখায়।
সংক্ষিপ্তভাবে: Hamlet ভেবে ছিলেন Claudius পর্দার পেছনে লুকিয়ে আছে, তাই তরবারি চালান এবং Polonius ভুলবশত নিহত হন।

0
Updated: 2 months ago
In Romeo and Juliet, who provides Juliet with the potion to feign death?
Created: 1 month ago
A
The Nurse
B
Friar Laurence
C
Lord Capulet
D
Paris
সঠিক উত্তর: b) Friar Laurence
Romeo and Juliet
-
নাটকে, Juliet তার পরিবার এবং Paris-এর সঙ্গে বিয়ে এড়ানোর জন্য Friar Laurence-এর সাহায্য নেয়।
-
Friar Laurence তাকে একটি potion দেন, যা খেলে সে মৃতপ্রায় মনে হবে।
-
এই পরিকল্পনার উদ্দেশ্য হলো: Juliet “মৃত” বলে সবাই বিশ্বাস করবে, এবং পরে Romeo সঙ্গে মিলিত হবে।
-
নাটকের প্রেক্ষাপট ইতালির Verona।
-
চরিত্রসমূহ: Romeo (নায়ক), Juliet (নায়িকা), Montague, Lady Montague, Capulet, Lady Capulet।
-
Romeo Montague এবং Juliet Capulet পরিবারের সদস্য। এই দুই পরিবারের মধ্যে শত্রুতা বিদ্যমান।
-
নানা ঘটনা ও দূর্ঘটনার পর নাটকের শেষে tragic ending, যেখানে নায়ক ও নায়িকা দুজনেই মারা যায়।
Other Quotes
-
"If love be rough with you, be rough with love; Prick love for pricking, and you beat love down."
-
"Parting is such sweet sorrow that I shall say goodnight till it be morrow."
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford Avon
-
মৃত্যু: 23 April 1616
-
ছিলেন English poet, dramatist, এবং actor।
-
পরিচিত English national poet, এবং ‘Bard of Avon’ বা ‘Swan of Avon’ নামে।
-
মোট রচনা: 37 plays এবং 154 sonnets
Source: Britannica

1
Updated: 1 month ago