A
Antonio
B
Prospero
C
Sebastian
D
Alonso
উত্তরের বিবরণ
Prospero আসলে মিলানের প্রকৃত ডিউক। তাঁর ভাই Antonio তাকে সিংহাসনচ্যুত করে সাগরে ভাসিয়ে দেয়। তবে Prospero জাদুর শক্তি ব্যবহার করে দ্বীপে নিজের কর্তৃত্ব গড়ে তোলে। নাটকের মূল সংঘাত এই ক্ষমতা দখল ও পুনরুদ্ধার কেন্দ্র করেই ঘোরে, তাই Prospero প্রকৃত ডিউক।

1
Updated: 2 weeks ago
What vision does Macbeth see before killing Duncan?
Created: 3 weeks ago
A
A ghost
B
A sword
C
A floating dagger
D
A crown
ডাঙ্কানকে হত্যা করার আগে ম্যাকবেথ এক অদ্ভুত ভৌতিক দৃশ্য দেখেন — একটি বাতাসে ভেসে থাকা ছুরির (floating dagger) দর্শন। সে দেখে ছুরিটি যেন তাকে ডাঙ্কানের ঘরের দিকে করছে। এটি ছিল তার মানসিক দ্বন্দ্ব এবং অপরাধবোধের প্রতিফলন।
এই দৃশ্যটি Act 2, Scene 1-এ ঘটে, যেখানে ম্যাকবেথ বলে:
"Is this a dagger which I see before me,
The handle toward my hand? Come, let me clutch thee."
এই ভৌতিক ছুরিটি তার মানসিক চাপ, দ্বিধা এবং ভবিষ্যৎ রক্তপাতের ইঙ্গিত বহন করে। এটি তার মানসিক অবস্থা ও পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতীক।
সারাংশে, এই "floating dagger" হচ্ছে ম্যাকবেথের ভেতরের অপরাধবোধ ও অনিশ্চয়তার প্রতীক, যা তাকে হত্যার পথে ধাবিত করে।

0
Updated: 3 weeks ago
Why does Malcolm describe himself as worse than Macbeth when speaking to Macduff?
Created: 2 weeks ago
A
To see if Macduff will still support him
B
To gain sympathy
C
To mislead the English army
D
To insult Macbeth
Malcolm মিথ্যা বলে যে সে লোভী, অসৎ ও নীতিহীন, যেন দেখে Macduff কেবল ক্ষমতার জন্য তাকে সমর্থন করছে কি না। Macduff তার প্রতি ঘৃণা প্রকাশ করলে Malcolm বুঝতে পারে সে সত্যিই দেশপ্রেমিক।

0
Updated: 2 weeks ago
How does Gloucester lose his eyesight?
Created: 2 weeks ago
A
He is blinded by Regan and Cornwall
B
He is stabbed by Edmund
C
He is poisoned by Goneril
D
He falls in battle
Gloucester Lear-এর প্রতি বিশ্বস্ত থাকার কারণে Regan ও Cornwall তাকে শাস্তি দেয়। তারা নির্মমভাবে তার চোখ উপড়ে ফেলে। এই দৃশ্য শেক্সপিয়রের অন্যতম ভয়ঙ্কর দৃশ্য এবং অন্ধত্ব থিমের প্রতীক হয়ে ওঠে।

0
Updated: 2 weeks ago