Who is the rightful Duke of Milan in The Tempest?
A
Antonio
B
Prospero
C
Sebastian
D
Alonso
উত্তরের বিবরণ
Prospero আসলে মিলানের প্রকৃত ডিউক। তাঁর ভাই Antonio তাকে সিংহাসনচ্যুত করে সাগরে ভাসিয়ে দেয়। তবে Prospero জাদুর শক্তি ব্যবহার করে দ্বীপে নিজের কর্তৃত্ব গড়ে তোলে। নাটকের মূল সংঘাত এই ক্ষমতা দখল ও পুনরুদ্ধার কেন্দ্র করেই ঘোরে, তাই Prospero প্রকৃত ডিউক।

1
Updated: 2 months ago
'Sweet are the uses of adversity’ is quoted from Shakespeare's –
Created: 1 month ago
A
Julius Caesar
B
Macbeth
C
Comedy of Errors
D
As you Like It
‘As You Like It’ হল উইলিয়াম শেকসপিয়ারের একটি মহান কমেডি যা প্রিয় দর্শকদের আনন্দ দেয়। এই নাটকে ডিউক সিনিয়র একটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় বক্তব্য দেন, যেখানে তিনি জীবনের বিপর্যয় এবং অসুবিধার মধ্যেও শিক্ষণীয় ও মূল্যবান দিকগুলো তুলে ধরেন।
তিনি বলেন যে বিপর্যয় যেমন বিষধর তোয়াডের মধ্যে লুকানো একটি রত্নের মতো, তেমনি আমাদের জীবনও প্রত্যেক পরিস্থিতিতে সৌন্দর্য ও শিক্ষা খুঁজে পেতে পারে।
-
ডিউক সিনিয়রের বক্তব্যের মূল অংশ:
-
“Sweet are the uses of adversity,
Which, like the toad, ugly and venomous,
Wears yet a precious jewel in his head;
And this our life, exempt from public haunt,
Finds tongues in trees, books in the running brooks,
Sermons in stones, and good in every thing.”
-
-
প্রধান চরিত্রসমূহ:
-
Oliver
-
Orlando
-
Rosalind
-
অন্যান্য চরিত্র যেমন Celia, Touchstone, এবং Duke Frederick
-

0
Updated: 1 month ago
Why does Alonso feel deep sorrow during the play?
Created: 2 months ago
A
He thinks Ferdinand is dead
B
He loses his kingdom
C
He is betrayed by Antonio
D
He fears Prospero’s magic
ঝড়ের পর Alonso বিশ্বাস করে যে তার ছেলে Ferdinand ডুবে মারা গেছে। এই দুঃখ তাকে অনুতপ্ত ও দুর্বল করে তোলে। পরে সে যখন Ferdinand-কে জীবিত দেখে, তখন তার আনন্দ ও কৃতজ্ঞতা Prospero-র ক্ষমার সঙ্গে মিলিত হয়ে নাটকের পুনর্মিলন সম্পূর্ণ করে।

1
Updated: 2 months ago
What is Bianca’s role in the handkerchief plot?
Created: 2 months ago
A
She steals it
B
She returns it angrily to Cassio
C
She hides it from Desdemona
D
She gives it to Iago directly
Bianca, Cassio-র প্রেমিকা, Cassio-র কাছ থেকে রুমালটি পেয়ে রাগে ফেরত দেয়। ওথেলো এটিকে প্রমাণ হিসেবে দেখে বিশ্বাস করে যে রুমালটি ডেসডিমোনা Cassio-কে দিয়েছে। এই ঘটনাই ওথেলোর সন্দেহকে নিশ্চিত করে তোলে এবং ট্র্যাজেডি চূড়ান্ত রূপ পায়।

3
Updated: 2 months ago