শরীর>শরীল- শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরণের নিয়ম প্রযোজ্য?
A
সমীভবন
B
বিষমীভবন
C
অসমীভবন
D
ধ্বনিবিপর্যয়
উত্তরের বিবরণ
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন - শরীর > শরীল, লাল > নাল ইত্যাদি ।

0
Updated: 2 months ago
নিচের কোনটি যৌগিক বাক্য?
Created: 1 month ago
A
দোষ স্বীকার করলে তােমাকে শাস্তি দেওয়া হবে না।
B
তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
C
মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
D
ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
যৌগিক বাক্য হল এমন একটি বাক্য যেখানে দুই বা ততোধিক স্বাধীন বাক্য যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে। এই ধরনের বাক্যে স্বাধীন বাক্যগুলো স্বতন্ত্র অর্থ বহন করে, কিন্তু একসাথে পড়লে একটি পরিপূর্ণ ভাব প্রকাশ করে।
-
যৌগিক বাক্যে ব্যবহৃত সাধারণ যোজক: এবং, ও, তথাপি, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে, তবে ইত্যাদি।
-
কিছু যতিচিহ্নও যোজকের ভূমিকা পালন করে, যেমন: কমা (,), সেমিকোলন (:), কোলন (;), ড্যাশ (-)।
-
উদাহরণ:
-
উদয়াস্ত পরিশ্রম করবো, তথাপি অন্যের দ্বারস্থ হবো না।
-
নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু কোন পথ দেখাতে পারলেন না।
-
ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
-
-
প্রশ্নে উল্লিখিত অন্যান্য বাক্যগুলো সরল বাক্য, যা একক স্বাধীন বাক্য দ্বারা গঠিত।

0
Updated: 1 month ago
'ছিঁচকাঁদুনে' বাগ্ধারাটি কোন অর্থ নির্দেশ করে?
Created: 2 weeks ago
A
দুর্বল
B
বিপর্যস্ত
C
ব্যক্তিত্বহীন
D
সামান্যতে কেঁদে ফেলে
‘ছিঁচকাঁদুনে’ বাগ্ধারাটি এমন ব্যক্তিকে বোঝায়, যে সামান্য কারণেই কেঁদে ফেলে। এটি সাধারণত অতিরিক্ত আবেগপ্রবণ বা কান্নাকাটি স্বভাবের মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়।
অর্থ: সামান্য কারণে কান্না করে এমন ব্যক্তি
বাক্য: এম.এ. পাশ করেও মেয়েটার ছিঁচকাঁদুনে স্বভাব গেল না
অন্যদিকে, কয়েকটি বাগ্ধারার অর্থ নিচে দেওয়া হল—
উনপাঁজুরে: দুর্বল ও ব্যক্তিত্বহীন ব্যক্তি
ঝড়ো কাক: বিপর্যস্ত বা অগোছালো অবস্থা
কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ—
কড়ি কপালে, লগন চাঁদা: ভাগ্যবান বা সৌভাগ্যবান ব্যক্তি
কপাল ফেরা: সৌভাগ্যের পরিবর্তন বা উন্নতি হওয়া
ক-অক্ষর গোমাংশ: একেবারে মূর্খ বা অশিক্ষিত ব্যক্তি
কেউকেটা: তুচ্ছ বা অখ্যাত ব্যক্তি
আটাশে ছেলে: দুর্বল বা কাচা ধরনের ছেলে
আক্কেল সেলামি: নির্বুদ্ধিতার জন্য শাস্তি বা মূর্খতার ফল

0
Updated: 2 weeks ago
সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়—
Created: 1 month ago
A
সম্বোধন পদ
B
অব্যয়
C
সর্বনাম
D
ক্রিয়া
যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় অব্যয় পদ।

0
Updated: 1 month ago