A
√দীপ্য+মান
B
√দিপ্য+মানচ
C
√দীপ+শামচ
D
√দিপ+শানচ
উত্তরের বিবরণ
শানচ - প্রত্যয় যোগে গঠিত শব্দ দীপ্যমান। কৃৎপ্রত্যয় সাধিত শব্দ দীপ্যমান এর সঠিক প্রকৃতি - প্রত্যয়; √ দীপ্ + শান্ চ = দীপ্যমান। এরূপ - √ চল + শানচ = চলমান, √ বৃধ + শানচ = বর্ধমান।

0
Updated: 2 weeks ago
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
Created: 3 months ago
A
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
B
বনের পশু বনে থাকতেই ভালোবাসে
C
জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
D
প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
"বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে" — এই সুপ্রসিদ্ধ প্রবাদটির অর্থ হলো, "জীব মাত্রই তার স্বাভাবিক অবস্থানেই সবচেয়ে সুন্দর।" এটি বোঝায় যে, প্রকৃতির নিয়মে যার যেই স্থান, সেখানেই তার সৌন্দর্য ফুটে উঠে।
এই চমৎকার বাক্যটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ভ্রমণকাহিনি 'পালামৌ'-তে ব্যবহার করেছিলেন।
পালামৌ:
-
'পালামৌ' সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি স্মৃতিচারণামূলক ভ্রমণকাহিনি।
-
এটি প্রথমে 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয়।
-
লেখক এখানে ছোটনাগপুরের আদিম অরণ্য, পশুপাখি ও মানবজীবনের চিত্র এঁকেছেন, যা সাহিত্যমূল্যে অত্যন্ত সমৃদ্ধ।
-
গ্রন্থটির সবচেয়ে বিখ্যাত উক্তি:
"বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।"
'পালামৌ' গ্রন্থের উল্লেখযোগ্য উক্তি:
-
“মানুষ্য বৃদ্ধ না হইলে সুন্দর হয় না।”
-
“যাহার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন।”
-
“একদিন আপনার অহঙ্কারে আপনি হাসিব।”
-
“যে হারে, সেই রাগে।”
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়:
-
জন্ম: ২৭ জুন ১৮৩৪, নৈহাটি, কাঁঠালপাড়া, ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি।
-
প্রথম খ্যাতি অর্জন করেন ইংরেজি গ্রন্থ 'Bengal Ryots: Their Rights and Liabilities' প্রকাশের মাধ্যমে।
-
১২৮৪-১২৮৯ বঙ্গাব্দে তিনি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন।
-
সম্পাদনা করেছেন 'ভ্রমর' নামক মাসিক পত্রিকাও।
উল্লেখযোগ্য রচনাবলি:
উপন্যাস:
-
কণ্ঠমালা
-
মাধবীলতা
-
জলপ্রতাপ চাঁদ
গল্প:
-
রামেশ্বরের অদৃষ্ট
প্রবন্ধ:
-
যাত্রা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 4 weeks ago
A
√মু + ক্ত
B
মহ + ক্ত
C
√মুচ্ + ক্ত
D
√মৃচ + ক্ত
'মুক্ত' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় রুট মুচ্ + ক্ত, এটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ। 'ক্ত' প্রত্যয় যুক্ত হলে, ধাতুর অন্তসিস্থত 'চ' ও 'জ' সস্থলে 'ক' হয়। যেমন: রুট সিচ্ + ক্ত = সিক্ত, ভুজ্ + ক্ত = ভুক্ত ইত্যাদি।

0
Updated: 4 weeks ago
‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 4 weeks ago
A
শ্রবণ + অ
B
√শ্রী + অন
C
√শ্রু + অন
D
√শ্রব + অন
শ্রবণ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় রুট √শ্রু + অন। এটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ।

0
Updated: 4 weeks ago