সঠিক উত্তর: ক) বিধবার
বিশ্লেষণ:
-
কবিতার চরণে লেখা আছে:
"আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর।" -
এখানে নজরুল বিধবা নারীদের হৃদয়ের গভীর বেদনা ও আর্তনাদের কথা বলেছেন।
-
বিধবা নারীরা সমাজে যে দুঃখ-কষ্ট ভোগ করেন, সেই যন্ত্রণার প্রতিধ্বনি কবি নিজের মধ্যে অনুভব করেছেন।
'বিদ্রোহী' কবিতা সম্পর্কে তথ্য:
-
লেখক: কাজী নজরুল ইসলাম
-
কাব্যগ্রন্থ: অগ্নিবীণা (দ্বিতীয় কবিতা)
-
রচনাকাল: ১৯২১
-
প্রকাশিত: ২২ পৌষ, ১৩২৮ (৬ জানুয়ারি ১৯২২), সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়
-
কবিতার মূল ভাবনা: বিদ্রোহ ও বিপ্লবের আবেগ
-
নজরুল দ্রোহ-ভাবাপন্ন আরও কবিতা লিখলেও, একমাত্র ‘বিদ্রোহী’ কবিতার জন্যই তিনি বাঙালির চিরকালের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত।
অগ্নিবীণা কাব্যগ্রন্থ:
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ
-
উৎসর্গ: বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে
-
মোট ১২টি কবিতা রয়েছে