A
বীরভোগ্যা
B
রত্মগর্ভা
C
বীরপ্রসূ
D
স্বর্ণমাতা
উত্তরের বিবরণ
সঠিক উত্তরঃ গ) বীরপ্রসূ
বীরভোগ্যা → যে নারী বীরপুরুষের ভোগ্য, অর্থাৎ বীরের পত্নী।
-
রত্নগর্ভা → যে নারীর গর্ভে মহামূল্যবান সন্তান (রত্নতুল্য সন্তান) জন্ম নেয়।
-
বীরপ্রসূ → যে নারী বীর সন্তান প্রসব করেছে। ("প্রসূ" মানে জন্মদাত্রী)।
-
স্বর্ণমাতা → যার সন্তান সোনার মতো গুণী, তাকে বোঝানো হয়, তবে এটি প্রচলিত এক কথায় প্রকাশ নয়।
অতএব, "বীর সন্তান প্রসব করে যে নারী" এর এক কথায় প্রকাশ হলো → বীরপ্রসূ।

0
Updated: 2 weeks ago
'অক্ষির সমীপে'-এর সংক্ষেপণ হলো-
Created: 1 month ago
A
সমক্ষ
B
পরোক্ষ
C
প্রত্যক্ষ
D
নিরপেক্ষ
অক্ষির সাথে সম্পর্কিত কিছু এককথা শব্দের ব্যাখ্যা:
-
‘অক্ষির সমীপে’ বোঝাতে এক শব্দে বলা হয় — সমক্ষ।
-
‘অক্ষির অভিমুখে’ বোঝাতে এক শব্দে বলা হয় — প্রত্যক্ষ।
-
‘অক্ষির অগোচরে’ বোঝাতে এক শব্দে বলা হয় — পরোক্ষ।
আরও কিছু গুরুত্বপূর্ণ বাক্যের এককথা রূপ:
-
‘চক্ষুর সম্মুখে সংঘটিত ঘটনা’ বোঝাতে — চাক্ষুষ।
-
‘সাপের খোলস’ বোঝাতে — নির্মোক বা কঞ্চুক।
-
‘জীবিত থাকা সত্বেও মৃত অবস্থায়’ বোঝাতে — জীবন্মৃত।
-
‘যিনি বক্তৃতায় পারদর্শী’ বোঝাতে — বাগ্মী।
-
‘যার স্বভাব নষ্ট হওয়া’ বোঝাতে — নশ্বর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি– এক কথায় কী হবে?
Created: 9 hours ago
A
ঐতিহাসিক
B
ইতিহাসবিদ
C
ইতিহাস রচয়িতা
D
ইতিহাসবেত্তা
ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।

0
Updated: 9 hours ago
'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
Created: 1 month ago
A
ক্লান্তিহীন
B
অক্লান্ত
C
অক্লান্ত কর্মী
D
অবিশ্রাম
বাংলা ভাষায় কিছু বহুবাক্য অর্থ এক কথায় প্রকাশ করা সম্ভব। যেমন:
-
‘যিনি নিরবিচারে কর্ম করে যান, ক্লান্তি তাঁকে স্পর্শ করে না’ — এমন ব্যক্তিকে বলা হয় ‘অক্লান্ত কর্মী’।
-
‘যার মধ্যে ক্লান্তির কোনো চিহ্ন নেই’ — এমন কাউকে বোঝাতে ব্যবহার করা যায় ‘ক্লান্তিহীন’ শব্দটি।
-
আবার, ‘ক্লান্তি বা বিরতি ছাড়াই অগ্রসর হওয়া’ — এই ভাবনাটিকে এক কথায় প্রকাশ করা যায় ‘অক্লান্ত’ অথবা ‘অবিশ্রাম’ শব্দ দিয়ে।
তথ্যসূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago