“উদ্যম বিহনে কার পুরে মনোরথ”- এখানে ‘উদ্যম বিহনে’ কোন কারকে কোন বিভক্তি?
A
কর্তৃকারকে ৭মী
B
অধিকরণে ৭মী
C
অপাদানে ১মা
D
কর্মে ৭মী
উত্তরের বিবরণ
ক্রিয়ার আধার কে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে একবার যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, সে বিষয়, সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। যেমন - আকাশে চাঁদ উঠেছে ।

0
Updated: 2 months ago
দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে।- এখানে ‘ছাত্রটিকে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
কর্তায় দ্বিতীয়া
B
করণে দ্বিতীয়া
C
অধিকরণে দ্বিতীয়া
D
কর্মকারকে
কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। দ্বিতীয়া বিভক্তির উদারহণ একবচন - অ, এ, (য়) তে, এতে। বহুবচন - রা, এরা, গুলি (গুলো) গণ।

0
Updated: 1 month ago
'জলে কুমির ডাঙায় বাঘ।' - এখানে 'জলে' কোন কারকে কোন বিভক্তি?
Created: 4 months ago
A
অপাদানে সপ্তমী
B
কর্মে সপ্তমী
C
অপাদানে তৃতীয়া
D
অধিকরণে সপ্তমী
অধিকরণ কারক
– যে কারকে স্থান, কাল, বিষয় বা ভাব বোঝায়, তাকে অধিকরণ কারক বলা হয়। এই কারকের সঙ্গে সাধারণত "এ", "য়", "য়ে", "তে" ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
উদাহরণ:
– কাননে কুসুমকলি সকলি ফুটিল।
– এ দেহে প্রাণ নেই।
– জলে কুমির, ডাঙায় বাঘ। (অধিকরণে সপ্তমী)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি, ২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং বাংলা ব্যাকরণ ও নির্মিতি (সপ্তম শ্রেণি)।

0
Updated: 4 months ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 weeks ago
A
অগ্নবিনা
B
অগ্নিবীণা
C
অগ্নিবিণা
D
অগ্নিবিনা
সঠিক উত্তর অগ্নিবীণা

0
Updated: 2 weeks ago