“ধুমকেতু” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A
বুদ্ধদেব বসু
B
শামসুর রহমান
C
কাজী নজরুল ইসলাম
D
শওকত ওসমান
উত্তরের বিবরণ
“ধুমকেতু” পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। ১৯২২ সালে এই পত্রিকা প্রকাশিত হয় এবং এটি তৎকালীন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সময় জনগণের মধ্যে বিপ্লবী চেতনা জাগ্রত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ধুমকেতু পত্রিকার মাধ্যমে কাজী নজরুল ইসলাম তাঁর প্রতিবাদী ও বিপ্লবী রচনাবলি প্রকাশ করেছিলেন, যা ব্রিটিশ শাসকের বিরাগভাজন হয় এবং এর ফলে নজরুলকে কারাবরণ করতে হয়।

0
Updated: 2 months ago
'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
Created: 1 month ago
A
বুদ্ধদেব বসু
B
দীনেশরঞ্জন দাশ
C
সজনীকান্ত দাস
D
প্রেমেন্দ্র মিত্র
কল্লোল পত্রিকা ও সম্পাদকবৃন্দ
বাংলা সাহিত্যে আধুনিকতার পথিকৃৎ হিসেবে ‘কল্লোল’ পত্রিকার গুরুত্ব অপরিসীম।
-
১৯২৩ সালে কলকাতা থেকে মাসিক ‘কল্লোল’ পত্রিকার সূচনা হয়।
-
এর প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
-
এই পত্রিকায় নিয়মিত লিখতেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়সহ অনেক সাহিত্যিক।
একই সময়ে অন্য কয়েকটি উল্লেখযোগ্য পত্রিকার সাথেও খ্যাতনামা সাহিত্যিকেরা যুক্ত ছিলেন—
-
বুদ্ধদেব বসু সম্পাদনা করতেন ‘কবিতা’ ও ‘প্রগতি’।
-
সজনীকান্ত দাস সম্পাদনা করতেন ‘বঙ্গশ্রী’।
-
প্রেমেন্দ্র মিত্র সম্পাদনা করতেন ‘কালিকলম’।
এভাবে দেখা যায়, একাধিক সাহিত্যপত্রিকাকে ঘিরে তৎকালীন বাংলা সাহিত্য নতুন দিকনির্দেশনা পেয়েছিল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
’মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে?
Created: 2 days ago
A
কাজী নজরুল ইসলাম
B
মোজাম্মেল হক
C
মীর মশাররফ হোসেন
D
শেখ আলিমুল্লাহ
‘মোসলেম ভারত’ ছিল একটি গুরুত্বপূর্ণ মাসিক সাহিত্য সাময়িকী, যা বাংলা মুসলিম সমাজে সাহিত্যচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এটি ১৯২০ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়। নিচে এর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলো—
-
প্রকাশকাল: ১৯২০ সালে মাসিক সাহিত্য পত্রিকা হিসেবে প্রকাশ শুরু হয়।
-
সম্পাদক: শান্তিপুরের কবি মোহাম্মদ মোজাম্মেল হক ছিলেন পত্রিকার সম্পাদক।
-
প্রথম সংখ্যা: ১৩২৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে (এপ্রিল-মে, ১৯২০) প্রকাশিত হয়।
-
শেষ সংখ্যা: ১৩২৮ বঙ্গাব্দের পৌষ মাসে (ডিসেম্বর-জানুয়ারি, ১৯২১-২২) প্রকাশিত হয়।
-
প্রচ্ছদ: প্রতিটি সংখ্যার প্রচ্ছদে ইসলামি শিল্পকলার ঐতিহ্যবাহী রূপ ফুটিয়ে তোলা হতো।
-
বিশেষ বৈশিষ্ট্য: প্রতি সংখ্যার প্রথম পাতার শীর্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাণী মুদ্রিত থাকত—
“মানব-সংসারে জ্ঞানালোকের দিয়ালি-উৎসব চলিতেছে। প্রত্যেক জাতি আপনার আলোটীকে বড় করিয়া জ্বালাইলে তবে সকলে মিলিয়া এই উৎসব সমাধা হইবে।”

0
Updated: 2 days ago
'শিখা' পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?
Created: 2 months ago
A
১৯২৬ সালে
B
১৯২৭ সালে
C
১৯২৮ সালে
D
১৯২৯ সালে
শিখা পত্রিকা
-
প্রকাশকাল: ১৯২৭ সালে, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে প্রথম প্রকাশিত।
-
প্রথম সম্পাদক: আবুল হোসেন
-
উক্তি: "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব" – প্রতিটি সংখ্যায় লেখা থাকতো।
-
মোট সংখ্যা: ৫টি
-
প্রথম সংখ্যা (১৯২৭): সম্পাদক – আবুল হোসেন
-
দ্বিতীয় সংখ্যা (১৯২৮) ও তৃতীয় সংখ্যা (১৯২৯): সম্পাদক – কাজী মোতাহার হোসেন
-
চতুর্থ সংখ্যা (১৯৩০): সম্পাদক – আবদুর রশিদ
-
পঞ্চম সংখ্যা (১৯৩১): সম্পাদক – আবুল ফজল
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 months ago