তাসের ঘর- শব্দের অর্থ কী?
A
সর্বনাশ
B
তামাশা
C
ক্ষণস্থায়ী
D
ভন্ড
উত্তরের বিবরণ
"তাসের ঘর" শব্দগুচ্ছের অর্থ হলো— ক্ষণস্থায়ী (অর্থাৎ স্থায়িত্বহীন, অল্প সময়েই ভেঙে যায় এমন কিছু)।
তাস দিয়ে বানানো ঘর খুব সহজেই ভেঙে পড়ে যায়, এর কোনো স্থায়িত্ব নেই। তাই কোনো বস্তু বা অবস্থা যখন অনিশ্চিত, অস্থির বা সহজেই ধ্বংস হয়ে যেতে পারে, তখন তাকে “তাসের ঘর” এর সাথে তুলনা করা হয়।
✅ সঠিক উত্তর: গ) ক্ষণস্থায়ী

0
Updated: 2 months ago
অপলাপ শব্দের অর্থ কি?
Created: 3 months ago
A
অস্বীকার
B
মিথ্যা
C
প্রলাপ
D
অসদালাপ
অপলাপ (বিশেষ্য পদ)
-
এটি সংস্কৃত ভাষা থেকে আগত একটি শব্দ।
অর্থসমূহ:
-
অবজ্ঞা বা অবমাননা।
-
গোপনীয়তা বা রহস্য।
-
মিথ্যা বলা বা সত্যের প্রতি বৈপরীত্য (যেমন: সত্যের অপলাপ)।
-
অস্বীকার বা প্রত্যাখ্যান (উদাহরণ: “তুমি সম্পূর্ণ পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ” — ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 3 months ago
Edition’ শব্দের অর্থ –
Created: 1 month ago
A
সংস্করণ
B
সম্পাদক
C
সম্পাদকীয়
D
অনুসন্ধান
ইংরেজি Edition শব্দের আভিধানিক অর্থ হলো – “সংস্করণ” বা “প্রকাশনা”।
সাধারণত কোনো বই, সংবাদপত্র, পত্রিকা ইত্যাদির নির্দিষ্ট প্রকাশকে Edition বলা হয়। যেমন – First Edition মানে প্রথম সংস্করণ।
-
Editor → সম্পাদক
-
Editorial → সম্পাদকীয়
-
Edition → সংস্করণ
-
Search/Inquiry → অনুসন্ধান
তাই এখানে সঠিক উত্তর হলো সংস্করণ।

0
Updated: 1 month ago
'সৌদামিনী' শব্দের অর্থ কী
Created: 4 weeks ago
A
পদ্ম
B
বৃক্ষ
C
বিদ্যুৎ
D
পত্নী
বাংলা ভাষায় বিভিন্ন শব্দের বহু সমার্থক রূপ রয়েছে, যেগুলো সাহিত্যিক বা কাব্যিক ব্যবহারকে সমৃদ্ধ করে। নিচে কয়েকটি শব্দের সমার্থক শব্দ তুলে ধরা হলো।
-
সৌদামিনী (বিশেষ্য পদ)
-
অর্থ: বিদ্যুৎ, তড়িৎ
-
-
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ
-
তড়িৎ
-
বিজলি
-
বিজুরি
-
অশনি
-
ক্ষণপ্রভা
-
সৌদামিনী
-
দামিনী
-
চপলা
-
-
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ
-
কমল
-
ঋৎপল
-
সরোজ
-
পঙ্কজ
-
নলিন
-
শতদল
-
রাজীব
-
কোকনদ
-
কুবলয়
-
পুণ্ডরীক
-
অরবিন্দ
-
ইন্দীবর
-
পুষ্কর
-
তামরস
-
মৃণাল
-
-
‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ
-
গাছ
-
শাখী
-
বিটপী
-
দ্রুম
-
মহীরুহ
-
তরু
-
পাদপ
-
-
‘পত্নী’ শব্দের সমার্থক শব্দ
-
জায়া
-
সহধর্মিনী
-
ভার্যা
-
বিবাহিত স্ত্রী
-

0
Updated: 4 weeks ago