উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-
A
ওডোমিটার
B
ক্রনমিটার
C
ট্যাকোমিটার
D
ক্রেসকোগ্রাফ
উত্তরের বিবরণ
ক্রেসকোগ্রাফ
-
উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্রকে ক্রেসকোগ্রাফ বলা হয়।
-
এটি আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বসু।
-
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে, উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল রয়েছে।
অন্যান্য পরিমাপ যন্ত্র
-
উড়োজাহাজের গতি মাপার যন্ত্র: ট্যাকোমিটার
-
মোটরগাড়ির গতি মাপার যন্ত্র: ওডোমিটার
-
সমুদ্রের দ্রাঘিমা পরিমাপের যন্ত্র: ক্রোনোমিটার
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা বিশ্বকোষ।

0
Updated: 2 months ago
পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল-
Created: 1 month ago
A
১৯৯০
B
১৯৯৫
C
১৯৯৭
D
২০০০
মার্স পাথফাইন্ডার ১৯৯৬ সালের ৪ ডিসেম্বর উৎক্ষেপণ করা হয় এবং ১৯৯৭ সালের ৪ জুলাই মঙ্গল গ্রহের এরেস ভ্যালিস-এ অবতরণ করে।
এটি সফলভাবে একটি যন্ত্রযুক্ত ল্যান্ডার এবং সোজার্নার রোভার সরবরাহ করে, যা ছিল মঙ্গল গ্রহে অবতরণ করা এবং পরিচালিত প্রথম রোবোটিক রোভার।
পাথফাইন্ডার তখন পর্যন্ত অভূতপূর্ব পরিমাণ তথ্য পৃথিবীতে প্রেরণ করে এবং তার প্রাথমিক নকশা জীবনের চেয়েও বেশি সময় ধরে সক্রিয় ছিল।
Key facts

উৎস: নাসা।

0
Updated: 1 month ago
হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী-
Created: 1 month ago
A
ভেইন
B
আর্টারি
C
ক্যাপিলারি
D
নার্ভ
ধমনি (Artery): রক্তনালীগুলোর মধ্যে ধমনি হলো সেই নালী, যেগুলোর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে পৌঁছায়।
-
শিরা (Vein): শিরার কাজ হলো দেহের বিভিন্ন অংশ থেকে সাধারণত কার্বন ডাই-অক্সাইডসমৃদ্ধ রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে ফিরিয়ে আনা।
-
ক্যাপিলারি (Capillary): এটি সবচেয়ে সূক্ষ্ম রক্তনালী, যা ধমনি ও শিরার মধ্যে যোগসূত্র তৈরি করে এবং রক্তের গ্যাস ও পুষ্টি বিনিময় ঘটায়।
-
নার্ভ (Nerve): নার্ভ বা স্নায়ু হলো স্নায়ুতন্ত্রের অংশ, এটি রক্তনালী নয় এবং কোনোভাবেই রক্ত পরিবহন করে না।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণী

0
Updated: 1 month ago
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
Created: 2 months ago
A
RAM
B
ROM
C
হার্ডওয়্যার
D
সফ্টওয়্যার
ROM
-
ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory, অর্থাৎ "শুধু পড়ার জন্য মেমোরি"।
-
এটি এমন এক ধরনের মেমোরি যেখানে সংরক্ষিত তথ্য বিদ্যুৎ না থাকলেও মুছে যায় না।
-
ROM-এ এমন প্রোগ্রাম থাকে যা কম্পিউটারের প্রসেসর এবং অন্যান্য যন্ত্রাংশ চালাতে সাহায্য করে।
-
একে কম্পিউটারের স্থায়ী মেমোরি বা স্থায়ী স্মৃতি বলা হয়।
-
সাধারণভাবে ROM-এ থাকা তথ্য পরিবর্তন বা মুছে ফেলা যায় না।
-
এতে প্রয়োজনীয় তথ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান (Manufacturer) আগেই সংরক্ষণ করে দেয়।
-
ROM-এ থাকা তথ্য শুধু পড়া যায়, লেখা বা সম্পাদনা করা যায় না।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago