A
জন্ডিস
B
টাইফয়েড
C
হাম
D
কলেরা
উত্তরের বিবরণ
জন্ডিস
-
জন্ডিস হলো একটি ভাইরাসজনিত রোগ।
-
এই রোগে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, যার ফলে ত্বক এবং চোখের সাদা অংশ হলুদাভ রঙ ধারণ করে।
-
বিলিরুবিন মূলত যকৃতে এবং অস্থিমজ্জায় তৈরি হয়।
-
এটি মূলত প্লীহায় জমা হয়।
-
যকৃতের মধ্যে থাকা প্লীহাই বিলিরুবিন উৎপাদনের প্রধান স্থান হিসেবে বিবেচিত হয়, যা পরে কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে যকৃতে পৌঁছায়।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago
স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয়-
Created: 2 weeks ago
A
সালফিউরিক এসিড
B
নাইট্রিক এসিড
C
সাইট্রিক এসিড
D
কার্বোলিক এসিড
অ্যাকোয়া রেজিয়া (Aqua Regia) এবং এর ব্যবহার
-
যখন ১ মোল নাইট্রিক অ্যাসিড (HNO₃) এবং ৩ মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) মিশ্রিত করা হয়, তখন এটি তৈরি হয় অ্যাকোয়া রেজিয়া নামে পরিচিত।
-
এটি একধরনের বিশেষ ধরনের অম্ল, যা স্বর্ণের মতো অভিজাত ধাতুকে দ্রবীভূত করতে সক্ষম।
-
স্বর্ণের খাদ বের করতে সাধারণত স্বর্ণকে প্রথমে নাইট্রিক অ্যাসিডে পোড়ানো হয়, তারপর অ্যাকোয়া রেজিয়ার মাধ্যমে খাঁদ স্বর্ণ আলাদা করা হয়।
-
সৌন্দর্য বৃদ্ধির জন্য কখনও কখনও সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়।
-
সাধারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডে অভিজাত ধাতু যেমন স্বর্ণ ও প্লাটিনাম দ্রবীভূত হয় না, কিন্তু অ্যাকোয়া রেজিয়ায় এগুলো সম্পূর্ণ দ্রবীভূত করা সম্ভব।
উৎস: Massachusetts Institute of Technology (MIT)

0
Updated: 2 weeks ago
কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
Created: 2 weeks ago
A
সূর্যরশ্মি
B
পীট কয়লা
C
পেট্রোল
D
প্রাকৃতিক গ্যাস
শক্তির উৎস ও নবায়নযোগ্য শক্তি
শক্তির উৎস মূলত দুই ধরনের: নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য।
-
নবায়নযোগ্য শক্তি
-
এটি এমন শক্তি যা বারবার ব্যবহার করা যায়।
-
পরিবেশের জন্য বন্ধুত্বপূর্ণ, তাই এটিকে **“গ্রীন শক্তি”**ও বলা হয়।
-
উদাহরণ:
-
সৌরশক্তি (সূর্যরশ্মি)
-
বায়ু শক্তি
-
জলবিদ্যুৎ
-
ভূ-তাপীয় শক্তি
-
জোয়ার-ভাটার শক্তি
-
-
-
অনবায়নযোগ্য শক্তি
-
এটি এমন শক্তি যা একবার ব্যবহার হলে পুনঃব্যবহার করা যায় না।
-
উদাহরণ:
-
কয়লা
-
খনিজ তেল
-
প্রাকৃতিক গ্যাস
-
নিউক্লিয়ার শক্তি
-
-
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি?
Created: 1 month ago
A
সংকর ধাতু
B
সীসা
C
টাংস্টেন
D
তামা
বৈদ্যুতিক বাল্ব
-
বৈদ্যুতিক বাল্বের ভিতরে একটা সরু তার থাকে, যেটা টাংস্টেন নামক ধাতু দিয়ে তৈরি।
-
এই তারের দুটো প্রান্ত বাল্বের সাথে যুক্ত থাকে এবং এটাকেই ফিলামেন্ট বলা হয়।
-
যখন বাল্বে বিদ্যুৎ পৌঁছায়, তখন এই ফিলামেন্ট গরম হয়ে জ্বলে ওঠে এবং আলো দেয়।
উৎস: সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

0
Updated: 1 month ago