যকৃতের রোগ কোনটি?
A
জন্ডিস
B
টাইফয়েড
C
হাম
D
কলেরা
উত্তরের বিবরণ
জন্ডিস
-
জন্ডিস হলো একটি ভাইরাসজনিত রোগ।
-
এই রোগে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, যার ফলে ত্বক এবং চোখের সাদা অংশ হলুদাভ রঙ ধারণ করে।
-
বিলিরুবিন মূলত যকৃতে এবং অস্থিমজ্জায় তৈরি হয়।
-
এটি মূলত প্লীহায় জমা হয়।
-
যকৃতের মধ্যে থাকা প্লীহাই বিলিরুবিন উৎপাদনের প্রধান স্থান হিসেবে বিবেচিত হয়, যা পরে কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে যকৃতে পৌঁছায়।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 months ago
ক্যান্সার রোগের কারণ কি?
Created: 2 months ago
A
কোষের অস্বাভাবিক মৃত্যু
B
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
C
কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
D
উপরের সবগুলো
ক্যান্সার হয় যখন কোষগুলো অস্বাভাবিকভাবে বেড়ে যেতে শুরু করে।
-
ক্ষতিগ্রস্ত কোষের ভেতরের DNA থেকে এমন কোষ তৈরি হয় যা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে ওঠে।
-
শরীরে প্রদাহ, সংক্রমণ বা ক্ষতিকর রাসায়নিকের প্রভাব পড়লে কোষ ক্ষতিগ্রস্ত হয়। তখন সেই মৃত কোষের DNA থেকে এমন কোষ তৈরি হয় যেগুলো দ্রুত ও অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
উৎস: ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলাে-
Created: 1 month ago
A
হাইড্রোজেন
B
নাইট্রোজেন
C
মিথেন
D
ইথেন
প্রাকৃতিক গ্যাস হলো এক ধরনের জ্বালানি যা মূলত হাইড্রোকার্বনের সমন্বয়ে গঠিত। এটি মানুষের দৈনন্দিন জীবনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি শিল্পক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন।
-
সাধারণভাবে এতে থাকে: মিথেন ৮০%–৯০%, ইথেন ১৩%, এবং প্রোপেন ৩%।
-
এটি মূলত কম সংখ্যক কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনের (C1–C4) একটি মিশ্রণ।
-
এছাড়াও এতে বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন প্রভৃতি উপাদানও থাকে।
-
বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি, যা প্রায় ৯৫%–৯৯% পর্যন্ত হয়।

0
Updated: 1 month ago
সাবানের আয়নিক গ্রুপ হলো—
Created: 4 weeks ago
A
R3NH+
B
SO3-Na+
C
R2NH2+
D
COO-Na+
সাবান মূলত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের সংমিশ্রণ। রাসায়নিকভাবে এটি সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa) নামে পরিচিত। সাবানের আয়নিক গ্রুপ হলো COO⁻Na⁺, যা এর ক্লিনিং ক্ষমতার মূল কারণ।
সাধারণত সাবান তৈরি করা হয় চর্বি এবং ক্ষারকে প্রতিক্রিয়ায় আনা মাধ্যমে। সাবান তৈরির প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপজাত হিসেবে গ্লিসারিন উৎপন্ন হয়।
-
সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ (R-COONa) বা উচ্চতর ফ্যাটি অ্যাসিডের পটাশিয়াম লবণ (R-COOK)।
-
রাসায়নিক নাম: সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa)।
-
আয়নিক গ্রুপ: COO⁻Na⁺।
-
তৈরির প্রক্রিয়া: চর্বি এবং ক্ষারের প্রতিক্রিয়া।
-
উপজাত: গ্লিসারিন।

0
Updated: 4 weeks ago