A
অপুষ্পক উদ্ভিদ
B
পরজীবী উদ্ভিদ
C
ফাঙ্গাস
D
অর্কিড
উত্তরের বিবরণ
মাশরুম হলো ফাঙ্গাস (ছত্রাক)। ✅
এগুলো অপুষ্পক উদ্ভিদ বা পরজীবী উদ্ভিদ নয়, কারণ ছত্রাককে উদ্ভিদ হিসেবে ধরা হয় না।
অনেক মাশরুম স্যাপ্রোফাইটিক (পচা জৈব পদার্থ থেকে খাদ্য গ্রহণ করে) আবার কিছু মাশরুম পরজীবীও হতে পারে।
তাহলে সঠিক উত্তর: ফাঙ্গাস।
উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. মোহাম্মদ আবুল হাসান) এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago
সুনামীর কারণ হল-
Created: 1 week ago
A
আগ্নেয়গিরির অগ্নুৎপাত
B
ঘূর্ণিঝড়
C
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
D
সমুদ্রের তলদেশে ভূমিকম্প
সুনামি (Tsunami)
-
সুনামি মূলত সমুদ্র তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়।
-
“Tsunami” শব্দটি জাপানি, যার শাব্দিক অর্থ হলো ‘পোতাশ্রয়ের ঢেউ’। এখানে ‘tsu’ মানে বন্দর বা harbour, আর ‘nami’ মানে সামুদ্রিক ঢেউ।
-
বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে এমন যে এখানে সুনামি খুব কম ঘটে।
-
তবে ইতিহাসে কিছু ঘটনায় সুনামির প্রভাব দেখা গেছে। যেমন:
-
১৭৬২ সালের ২ এপ্রিল: কক্সবাজার ও আশেপাশের এলাকায় সুনামির প্রভাব লক্ষ্য করা যায়।
-
১৯৪১ সালে: আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামি সৃষ্টি হয়। এতে ভারতের পূর্ব উপকূলে প্রায় ৫,০০০ মানুষ নিহত হন।
-
২০০৪ সালের ২৬ ডিসেম্বর: ইন্দোনেশিয়ার সিনুয়েলেউ দ্বীপে ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামি সমগ্র ভারত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক মৃত্যুর কারণ হয়।
-
উৎস: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কী উৎপন্ন হয়?
Created: 1 month ago
A
বিদ্যুৎ
B
তাপ
C
চুম্বক
D
কিছুই হয় না
- ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ধাতুর উপর আলো পড়লে তাৎক্ষণিক ইলেকট্রন নির্গত হতে দেখা যায়।
- ফটোইলেকট্রিক কোষ এই নীতির উপর প্রতিষ্ঠিত।
- ফটোইলেকট্রিক কোষ হলো বিশেষ এক ধরনের ডায়োড, যার ওপর আলো পড়লে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 1 month ago
কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
পায়খানা, প্রস্রাবখানায়
B
গোসলখানায়
C
পুকুরে
D
নালায়
সলিড ফিনাইল
সলিড ফিনাইল হলো এক ধরনের শক্ত জীবাণুনাশক ও দুর্গন্ধ দূর করার উপকরণ। এটি সাধারণত টয়লেট, প্রস্রাবখানা বা স্যানিটারি জায়গায় ব্যবহার করা হয়, যেখানে দুর্গন্ধ থাকে এবং জীবাণু থাকে। এটি সেই সব দুর্গন্ধ দূর করে এবং জায়গাটিকে জীবাণুমুক্ত রাখে।
দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু রাসায়নিক জিনিস
-
সাবান ও ডিটারজেন্ট: শরীর ও কাপড় পরিষ্কার করতে ব্যবহার হয়।
-
টুথপেস্ট: দাঁত পরিষ্কার করতে এবং মুখের জীবাণু দূর করতে সাহায্য করে।
-
ব্লিচিং পাউডার: কাপড়ের দাগ তুলতে, পানি জীবাণুমুক্ত করতে ও পরিষ্কারক হিসেবে কাজে লাগে।
-
বেকিং সোডা: কেক বা রুটি ফোলাতে রান্নায় ব্যবহার হয়, আবার ঘর পরিষ্কার করতেও কাজে আসে।
-
ক্লোরোফর্ম: আগে এটি চিকিৎসায় রোগীকে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হতো।

0
Updated: 1 month ago