A
এপিকালচার
B
সেরিকালচার
C
পিসিকালচার
D
হর্টিকালচার
উত্তরের বিবরণ
আধুনিক চাষ
- রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে - সেরিকালচার;
- মৌমাছির পালন বিষয়ক বিদ্যাকে বলে - এপিকালচার;
- মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে বলে - পিসিকালচার;
- চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে বলে - প্রণকালচার;
- মৌমাছির চাষ বিষয়ক বিদ্যাকে বলে - এপিকালচার;
- রেশমের চাষ বিষয়ক বিদ্যাকে বলে - সেরিকালচার;
- উদ্যানবিদ্যা বিষয়ক বিদ্যাকে বলে - হর্টিকালচার;
- পাখিপালন বিষয়ক বিদ্যাকে বলে - এভিকালচার;
- সামুদ্রিক মৎস পালনবিদ্যাকে বলে - মেরিকালচার।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

0
Updated: 2 weeks ago
মহাজাগতিক রশ্মির আবিস্কারক-
Created: 2 weeks ago
A
হেস
B
আইনস্টাইন
C
টলেমি
D
হাবল
মহাজাগতিক রশ্মি ও আবিষ্কার
-
আবিষ্কারক: মহাজাগতিক রশ্মি (Cosmic rays) প্রথম আবিষ্কার করেন ভিক্টর ফ্রান্সিস হেস।
-
মহাজাগতিক রশ্মি কী?
পৃথিবীর বাইরের মহাশূন্য থেকে আসা উচ্চ শক্তিসম্পন্ন কণাগুলো যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন তাদেরকেই মহাজাগতিক রশ্মি বলা হয়। -
কোথা থেকে আসে?
ধারণা করা হয়, ছায়াপথের বাইরে নক্ষত্র বিস্ফোরণ (Supernova) থেকে উৎপন্ন কণাই মূলত মহাজাগতিক রশ্মির প্রধান উৎস। -
গবেষণা ও আবিষ্কার:
ভিক্টর ফ্রান্সিস হেস বেলুনে যন্ত্রপাতি নিয়ে আকাশে পরীক্ষা চালান। তিনি দেখান যে, যে বিকিরণ বায়ুমণ্ডলকে আয়নিত করছে তার উৎস পৃথিবী নয়, বরং মহাশূন্য। এভাবেই মহাজাগতিক রশ্মির উপস্থিতি প্রমাণিত হয়। -
নোবেল পুরস্কার:
এই অসাধারণ আবিষ্কারের জন্য হেস ১৯৩৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তিনি এই পুরস্কারটি আরেক বিজ্ঞানী কার্ল ডেভিড অ্যান্ডারসন-এর সাথে যৌথভাবে লাভ করেন। -
হেস সম্পর্কে তথ্য:
ভিক্টর ফ্রান্সিস হেস ছিলেন একজন অস্ট্রীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, নোবেল প্রাইজ অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
Created: 1 week ago
A
ঘোড়া
B
বলগা হরিণ
C
উট
D
খেচর
উটকে প্রায়ই “মরুভূমির জাহাজ” বলা হয়, কারণ তারা মরুভূমির কঠিন পরিবেশে খুব সহজেই বাঁচতে পারে। উটের শরীর মরুজীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অভিযোজিত। উদাহরণস্বরূপ, এদের প্রশস্ত পা বালির উপর সহজে চলতে সাহায্য করে, নাসারন্ধ্র সম্পূর্ণভাবে বন্ধ করার ক্ষমতা আছে, এবং এদের দুই সারি চোখের পাপড়ি মরুভূমির বালু ও ধুলো থেকে রক্ষা করে। এই সব বৈশিষ্ট্যের কারণে উট মরুভূমিতে মালামাল বহন করতে সক্ষম হয়।
উৎস: dw.com.

0
Updated: 1 week ago
স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান-
Created: 2 weeks ago
A
তামা
B
দস্তা
C
ক্রোমিয়াম
D
এলুমিনিয়াম
স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান হলো ক্রোমিয়াম।
সংকর ধাতু
- বিভিন্ন ধাতু একত্রে মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়।
- এই সংকর ধাতু তৈরিতে সকল ধাতুকে সমান পরিমাণে মেশানো হয় না।
- সংকর ধাতুর মধ্যে একটি থাকে প্ৰধান ধাতু এবং অন্য এক বা একাধিক পদার্থ থাকে অপ্রধান ধাতু বা অধাতু।
যেমন - পিতলের মধ্যে প্রধান ধাতু কপার থাকে 65% এবং জিংক 35% থাকে।
- প্রধান ধাতুর নাম অনুসারে সংকর ধাতুর নামকরণ করা হয়।
যেমন-
• স্টিলের মধ্যে লোহা প্রধান ধাতু এবং কার্বন অপ্রধান অধাতু। স্টিলে লোহা থাকে 99% এবং কার্বন থাকে 1% এজন্য স্টিলকে লোহার সংকর ধাতু বলা হয়।
• কাঁসার মধ্যে প্রধান ধাতু কপার থাকে 90%, টিন থাকে 10%। এজন্য কাঁসা কপারের সংকর ধাতু।
• আবার, পিতলে প্রধান ধাতু কপার থাকে 65% এবং অপ্রধান ধাতু জিংক থাকে 35%। এজন্য পিতলও কপারের সংকর ধাতু।
- কপারের দুইটি সংকর ধাতু আছে। যথা: পিতল (ব্রাস) ও কাঁসা (ব্রোঞ্জ)।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago