মৌমাছির চাষ হলো-
A
এপিকালচার
B
সেরিকালচার
C
পিসিকালচার
D
হর্টিকালচার
উত্তরের বিবরণ
আধুনিক চাষ
- রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে - সেরিকালচার;
- মৌমাছির পালন বিষয়ক বিদ্যাকে বলে - এপিকালচার;
- মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে বলে - পিসিকালচার;
- চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে বলে - প্রণকালচার;
- মৌমাছির চাষ বিষয়ক বিদ্যাকে বলে - এপিকালচার;
- রেশমের চাষ বিষয়ক বিদ্যাকে বলে - সেরিকালচার;
- উদ্যানবিদ্যা বিষয়ক বিদ্যাকে বলে - হর্টিকালচার;
- পাখিপালন বিষয়ক বিদ্যাকে বলে - এভিকালচার;
- সামুদ্রিক মৎস পালনবিদ্যাকে বলে - মেরিকালচার।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

0
Updated: 2 months ago
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -
Created: 2 months ago
A
কম হয়
B
খুব কম হয়
C
একই হয়
D
বেশি হয়
বৈদ্যুতিক পাখা চালানোর জন্য আমরা যে রেগুলেটর ব্যবহার করি, তা দুই ধরনের হতে পারে—ইলেকট্রিক্যাল রেগুলেটর ও ইলেকট্রনিক রেগুলেটর।
১. ইলেকট্রিক্যাল রেগুলেটর
-
এটি সাধারণত একটি রোধ বা ইন্ডাকটর দিয়ে তৈরি।
-
পাখার গতি কমানোর জন্য এতে বিদ্যুৎ রোধ করে দেওয়া হয়।
-
ফলে ফ্যান ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই থাকে, কারণ রেগুলেটরের মধ্যে বিদ্যুৎ শক্তি তাপ হয়ে অপচয় হয়।
-
অর্থাৎ, স্পিড কমলেও বিদ্যুৎ কম লাগে না।
২. ইলেকট্রনিক রেগুলেটর
-
এটি থাইরিস্টর নামক আধুনিক ইলেকট্রনিক যন্ত্রাংশ দিয়ে তৈরি।
-
এতে রোধ কম হয় এবং তাপও কম উৎপন্ন হয়।
-
তাই ফ্যানের গতি কমালে বিদ্যুৎও কম খরচ হয়, আর গতি বাড়ালে বিদ্যুৎ খরচ বাড়ে।
উপসংহার:
-
ইলেকট্রিক্যাল রেগুলেটর দিয়ে ফ্যান আস্তে ঘুরলেও বিদ্যুৎ খরচ হয় আগের মতোই।
-
কিন্তু ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে ফ্যান ধীরে ঘুরলে বিদ্যুৎ কম খরচ হয়।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago
ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কী উৎপন্ন হয়?
Created: 2 months ago
A
বিদ্যুৎ
B
তাপ
C
চুম্বক
D
কিছুই হয় না
- ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ধাতুর উপর আলো পড়লে তাৎক্ষণিক ইলেকট্রন নির্গত হতে দেখা যায়।
- ফটোইলেকট্রিক কোষ এই নীতির উপর প্রতিষ্ঠিত।
- ফটোইলেকট্রিক কোষ হলো বিশেষ এক ধরনের ডায়োড, যার ওপর আলো পড়লে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 2 months ago
কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
Created: 1 month ago
A
জিপসাম
B
সালফার
C
সোডিয়াম
D
খনিজ লবণ
জিপসাম (CaSO4.2H2O) হলো সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল।
- সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরির কাঁচামালসিমেন্ট শিল্পের সহায়ক উপাদানসমূহ:
- চুনাপাথর, কাদামাটি, জিপসাম প্রভৃতি সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল।
- যেসব দেশে এসব উপাদান বেশি পাওয়া যায় সেসব দেশ সিমেন্ট শিল্পে উন্নতি লাভ করেছে।
- বাংলাদেশে এসব কাঁচামালের অভাব রয়েছে।
- ফলে এদেশ সিমেন্ট শিল্পে তেমন উন্নতি লাভ করতে পারেনি।

উৎস: বাণিজ্যিক ভূগোল, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; এবং বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago