ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-
A
ঊষা
B
গোধূলি
C
গুরুবৃত্ত
D
ছায়াবৃত্ত
উত্তরের বিবরণ
পৃথিবীর যেসব অংশে আলো আর অন্ধকার মিলিত হয়, সেই সীমারেখাকেই ছায়াবৃত্ত বলা হয়।
পৃথিবীর আবর্তনের কারণে যে জায়গা অন্ধকার থেকে ছায়াবৃত্ত অতিক্রম করে আলোকিত অংশে প্রবেশ করে, সেখানেই প্রভাত ঘটে।
প্রভাত শুরু হওয়ার আগে হালকা আলোর যে সময় থাকে সেটি হলো ঊষা। আর সন্ধ্যা ঘনানোর আগে যখন ম্লান আলো থাকে সেটিকে বলা হয় গোধূলি।
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
Created: 1 month ago
A
ঘোড়া
B
বলগা হরিণ
C
উট
D
খেচর
উটকে প্রায়ই “মরুভূমির জাহাজ” বলা হয়, কারণ তারা মরুভূমির কঠিন পরিবেশে খুব সহজেই বাঁচতে পারে। উটের শরীর মরুজীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অভিযোজিত। উদাহরণস্বরূপ, এদের প্রশস্ত পা বালির উপর সহজে চলতে সাহায্য করে, নাসারন্ধ্র সম্পূর্ণভাবে বন্ধ করার ক্ষমতা আছে, এবং এদের দুই সারি চোখের পাপড়ি মরুভূমির বালু ও ধুলো থেকে রক্ষা করে। এই সব বৈশিষ্ট্যের কারণে উট মরুভূমিতে মালামাল বহন করতে সক্ষম হয়।
উৎস: dw.com.

0
Updated: 1 month ago
মাশরুম এক ধরনের-
Created: 2 months ago
A
অপুষ্পক উদ্ভিদ
B
পরজীবী উদ্ভিদ
C
ফাঙ্গাস
D
অর্কিড
মাশরুম হলো ফাঙ্গাস (ছত্রাক)। ✅
এগুলো অপুষ্পক উদ্ভিদ বা পরজীবী উদ্ভিদ নয়, কারণ ছত্রাককে উদ্ভিদ হিসেবে ধরা হয় না।
অনেক মাশরুম স্যাপ্রোফাইটিক (পচা জৈব পদার্থ থেকে খাদ্য গ্রহণ করে) আবার কিছু মাশরুম পরজীবীও হতে পারে।
তাহলে সঠিক উত্তর: ফাঙ্গাস।
উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. মোহাম্মদ আবুল হাসান) এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 months ago
বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির-
Created: 1 month ago
A
ঘনত্ব কম
B
ঘনত্ব বেশি
C
তাপমাত্রা বেশি
D
দ্রবণীয়তা বেশি
যখন পানি জমে বরফে পরিণত হয়, তখন তার আয়তন বাড়ে। এর ফলে বরফের ঘনত্ব পানির তুলনায় কম হয়। অর্থাৎ, একই পরিমাণ পানি যখন বরফে পরিণত হয়, তখন সেটি বেশি জায়গা দখল করে।
তাই সমান ওজনের বরফ পানির চেয়ে বেশি স্থান নেয়। যেহেতু বরফের ঘনত্ব পানির চেয়ে কম, তাই বরফ পানিতে ভাসে।
উৎস: Encyclopaedia Britannica (Britannica.com)

0
Updated: 1 month ago