A
ক্যাপাসিটর হিসেবে
B
ট্রান্সফরমার হিসেবে
C
রেজিস্টর হিসেবে
D
রেক্টিফায়ার হিসেবে
উত্তরের বিবরণ
ডায়োড হলো এমন একটি ইলেকট্রনিক যন্ত্র, যা বিদ্যুতের প্রবাহকে একদিকে যেতে দেয়, কিন্তু উল্টো দিকে যেতে দেয় না।
এটি নানা কাজে ব্যবহৃত হয়।
সাধারণ ডায়োড ছাড়াও Light Emitting Diode (LED) নামে ছোট ছোট রঙিন আলোও আছে।
ডায়োড তৈরি হয় যখন একটি p-টাইপ অর্ধপরিবাহী এবং একটি n-টাইপ অর্ধপরিবাহী একসাথে যুক্ত হয়। একে বলা হয় p-n জাংশন ডায়োড।
ডায়োড মূলত রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। রেকটিফায়ারের কাজ হলো AC (অলটারনেটিং কারেন্ট) কে DC (ডাইরেক্ট কারেন্ট) এ পরিবর্তন করা।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago
কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে?
Created: 5 days ago
A
ডিজেল
B
পেট্রোল
C
অকটেন
D
সিএনজি
ডিজেল পোড়ালে বাতাসে সালফার ডাই-অক্সাইড (SO₂) তৈরি হয়। তবে মনে রাখতে হবে, ডিজেল দহনের সময় সবচেয়ে বেশি নির্গত হয় কার্বন ডাই-অক্সাইড (CO₂)।
যদি ডিজেলে সালফারের পরিমাণ বেশি থাকে, তবে তার জারণ প্রক্রিয়ায় বেশি সালফার অক্সাইড নির্গত হবে। আর যদি সালফার কম থাকে, তবে তুলনামূলক কম সালফার ডাই-অক্সাইড উৎপন্ন হবে। অর্থাৎ, নির্গত সালফার ডাই-অক্সাইডের পরিমাণ সরাসরি নির্ভর করে ডিজেলে উপস্থিত সালফারের ওপর।
অন্যদিকে, ডিজেল যেহেতু একটি হাইড্রোকার্বন জ্বালানি, তাই এর দহনে সবসময় কার্বন ডাই-অক্সাইড (CO₂) ও পানি (H₂O) উৎপন্ন হয়। আসলে সব ধরনের হাইড্রোকার্বনের দহনে এই দুটি পদার্থই তৈরি হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের Energy Information Administration (EIA)–এর তথ্য অনুযায়ী,
২০১৮ সালে শুধু ডিজেল পোড়ানোর কারণেই প্রায় ৪৬১ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছিল। এটি ছিল ঐ বছরের যুক্তরাষ্ট্রের মোট CO₂ নিঃসরণের প্রায় ৯%।
উৎস: doe.portal.gov.bd & U.S. Energy Information Administration (EIA) Websites.

0
Updated: 5 days ago
জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?
Created: 1 month ago
A
প্রাকৃতিক পরিবেশ
B
সামাজিক পরিবেশ
C
বায়বীয় পরিবেশ
D
সাংস্কৃতিক পরিবেশ
জনসংখ্যা বাড়ার কারণে বেশি মানুষকে থাকার জায়গা, রাস্তা, খাবারসহ অনেক জিনিস প্রয়োজন হয়।
এজন্য গাছপালা এবং বনাঞ্চল কমে যাচ্ছে, যার ফলে পরিবেশের সামঞ্জস্য হারিয়ে যাচ্ছে।
বেশি ফলন পাওয়ার জন্য জমিতে রাসায়নিক সার ও কীটনাশক বেশি ব্যবহার করা হচ্ছে।
প্রকৃতির মধ্যে যেমন মাটি, নদী, গাছপালা ও প্রাণী সব প্রাকৃতিক পরিবেশের অংশ।
জনসংখ্যা বৃদ্ধির কারণে এই প্রাকৃতিক পরিবেশ খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে।

0
Updated: 1 month ago
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
Created: 5 days ago
A
ট্রান্সফরমার
B
ডায়নামো
C
বৈদ্যুতিক মটর
D
হুইল
ডায়নামো (Generator)
ডায়নামো এমন একটি যন্ত্র, যার সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায়। এটির কাজের ভিত্তি হলো তাড়িত-চৌম্বক আবেশ (Electromagnetic Induction)।
বৈদ্যুতিক মোটর (Electric Motor)
যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিবর্তন করে তাকে বৈদ্যুতিক মোটর বলা হয়।
ট্রান্সফর্মার (Transformer)
ট্রান্সফর্মার এমন একটি যন্ত্র, যার মাধ্যমে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে অথবা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা যায়।
উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 5 days ago