'The Neoclassical Period' is also known as -
A
Decadence age
B
Aestheticism age
C
Pseudo-classical Age
D
Age of Jonathan
উত্তরের বিবরণ
1660–1785-time frame is known as 'The Neoclassical Period' of English Literature.
- The Neoclassical Period তিনটি ছোট যুগ বা period নিয়ে গঠিত-
- The Restoration Period (1660-1700),
- The Augustan Age (1702-1745),
- The Age of Sensibility (1745-1785).
1745-1785, time frame is known as the Age of Sensibility.
- অর্থাৎ, এই যুগের সূচনা হয়েছিল ১৭৪৫ সালে।
- The Age of Sensibility (১৭৪৫-১৭৮৫)-কে The Age of Johnson ও বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Johnson বলা হয়।
- The Neoclassical Period কে Neoclassical বা Pseudo-classical Age ও বলা হয়ে থাকে।
- Pseudo অর্থ ছদ্ম বা নকল, এই Pseudo দ্বারা এই যুগের লেখকদের artificiality বোঝানো হয়েছে।
- কারন তারা লেখালেখির ক্ষেত্রে ancient Greek and Roman সাহিত্য নির্দেশনা কে অনুসরণ করলেও Greek and Roman লেখকেদের originality Neoclassical যুগের লেখকদের মধ্যে অনুপস্থিত।
- এই যুগের Literary ideal ছিল art's for man's sake, যেখানে human being কে সবথেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
এই যুগের বিখ্যাত সাহিত্যিক গণ -
- John Milton
- John Dryden
- Jonathon Swift
- Alexander Pope
- Henry Fielding
- Daniel Defoe
- John Bunyan , etc.
1
Updated: 6 months ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 2 months ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica
0
Updated: 2 months ago
When did William Shakespeare die?
Created: 1 month ago
A
1616
B
1564
C
1626
D
1661
উইলিয়াম শেক্সপিয়র ছিলেন ইংল্যান্ডের ষোড়শ শতকের এক বিশিষ্ট নাট্যকার ও কবি। তিনি ২৩ এপ্রিল ১৫৬৪ খ্রিস্টাব্দে Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেন এবং ২৩ এপ্রিল ১৬১৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
-
উইলিয়াম শেক্সপিয়রকে সাধারণত The Bard of Avon, National Poet of England এবং The Great Dramatist of All Time নামে আখ্যায়িত করা হয়।
-
ড. স্যামুয়েল জনসন তাঁকে Poet of Human Nature হিসেবে অভিহিত করেছেন।
-
সাহিত্য জীবনে তিনি মোট ১৫৪টি সনেট এবং ৩৭টি নাটক রচনা করেন।
-
তাঁর সাহিত্যকর্মের মধ্যে নাটকগুলো সর্বাধিক পরিচিত ও পাঠযোগ্য।
-
নাটকগুলো প্রধানত Tragedy এবং Comedy এই দুই ভাগে বিভক্ত।
0
Updated: 1 month ago
London town is found a living being in the works of -
Created: 2 months ago
A
Thomas Hardy
B
W. Congreve
C
D. H. Lawrence
D
Charles Dickens
Charles Dickens তার উপন্যাসে লন্ডন শহরকে প্রায়ই একটি জীবন্ত চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন। তার লেখায় শহরের রাস্তা, গলি, জনজীবন এবং পরিবেশ এমনভাবে বর্ণিত হয়েছে যেন শহরটি শ্বাস নিচ্ছে ও জীবন্ত।
উদাহরণ:
“It was one of those March days when the sun shines hot and the wind blows cold: when it is summer in the light, and winter in the shade.” — Great Expectations
Dickens-এর অন্যান্য উপন্যাস যেমন Bleak House, Oliver Twist, এবং David Copperfield-এও লন্ডনকে প্রাণবন্ত পরিবেশ হিসেবে দেখানো হয়েছে।
Charles Dickens (1812–1870)
-
জন্ম: 7 ফেব্রুয়ারি 1812, Portsmouth, Hampshire, England
-
Victorian যুগের শ্রেষ্ঠ ঔপন্যাসিক, বিশেষত দরিদ্র মানুষের সংগ্রাম ও সমাজের অন্যায় তুলে ধরার জন্য প্রসিদ্ধ।
-
ছদ্মনাম: Boz
-
জনপ্রিয় উপন্যাসসমূহ:
-
A Tale of Two Cities
-
A Christmas Carol
-
Great Expectations
-
David Copperfield
-
Oliver Twist
-
The Pickwick Papers
-
Bleak House
-
Hard Times
-
Dickens-এর সাহিত্য লন্ডন শহরকে যেন প্রাণবন্ত করে তুলে ধরেছে এবং Victorian সমাজের বাস্তবতা এবং মানুষের জীবনযাত্রার গভীর চিত্র ফুটিয়ে তুলেছে।
0
Updated: 2 months ago