A
1901 to 1939
B
1801 to 1939
C
1911 to 1949
D
1900 to 1959
No subjects available.
উত্তরের বিবরণ
The Modern Period:
- 1901 থেকে 1939 পর্যন্ত সময়কালকে ইংরেজী সাহিত্যে the Modern Age হিসেবে ধরা হয়ে থাকে।
- 1901 সালে Queen Victoria এর মৃত্যুর মধ্য দিয়ে এই যুগ এর সুচনা হয় এবং 1939 এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার মধ্য দিয়ে এই যুগ এর সমাপ্তি হয়।
- Modernism is more than a literary phenomenon.
- It includes many art forms that flourished in European countries including England.
Modern period দুটি ছোট সময়কালে বিভক্ত। যেমন:
- The Edwardian period: 1901-1910.
- The Georgian period: 1910-193.
• English Literature Periods and their sub-ages:
1. The Old English Period (450 -1066).
2. The Middle English Period (1066 -1500).
i) The Anglo-Norman Period.
ii) The Age of Chaucer.
3. The Renaissance Period (1500 -1660),
i) Elizabethan Period (1558-1603),
ii) Jacobean Period (1603-1625),
iii) Caroline Period (1625-1649) and
iv) Commonwealth Period (1649-1660).
4. The Neoclassical Period (1660 -1785),
i) The Restoration Period (1660-1700),
ii) The Augustan Period (1700-1745) and
iii) The Age of Sensibility (1745-1785/1798).
5. The Romantic Period (1798 -1832).
6. The Victorian Period (1832 -1901),
i) The Pre-Raphaelites: (1848-1860),
ii) Aestheticism & Decadence: (1880-1901).
7. The Modern Period (1901 -1939),
• The Modern Period (1901-1939) is divided into two shorter periods.
1. The Edwardian Period (1901-1910),
2. The Georgian Period (1910-1939),
- The Modern English period was one of the most significant literary periods.
8. Present: The Post-Modern Period (1939 ).
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 3 months ago
Who is the most famous satirist in English literature?
Created: 2 months ago
A
Alexander Pope
B
Jonathan Swift
C
William Wordsworth
D
Bulter
Jonathan Swift (1667–1745)
-
তিনি একজন প্রখ্যাত Anglo-Irish লেখক ও যাজক ছিলেন।
-
ইংরেজি সাহিত্যের ইতিহাসে সর্বাধিক পরিচিত ব্যঙ্গাত্মক (satirical) লেখক হিসেবে তিনি বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং টোরি (Tories) পার্টির পক্ষে বিভিন্ন প্যামফলেট রচনা করতেন।
-
তাঁর লেখায় সামাজিক কটাক্ষ ও বিদ্রুপ বিশেষভাবে লক্ষ্য করা যায়।
ব্যক্তিগত তথ্য:
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
স্ত্রী: Abigail Erick (তবে এটি ঐতিহাসিকভাবে বিতর্কিত)
বিখ্যাত রচনাবলি:
-
Gulliver’s Travels (সর্বাধিক জনপ্রিয় ও ব্যঙ্গাত্মক উপন্যাস)
-
A Modest Proposal (কঠোর সামাজিক সমালোচনা)
-
A Tale of a Tub
-
The Battle of the Books
-
Journal to Stella
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago
The term "pentameter" indicates that a line has:
Created: 12 hours ago
A
Five syllables
B
Ten lines
C
Five metrical feet
D
Ten stanzas

0
Updated: 12 hours ago
What is Sidney’s main complaint about contemporary English drama?
Created: 2 months ago
A
It lacks rhyme
B
It mixes tragedy and comedy carelessly
C
It uses too much music
D
It follows Greek rules strictly
Sidney মূলত সমসাময়িক ইংরেজি নাটকের সমালোচনা করেছেন কারণ সেখানে ট্র্যাজেডি এবং কমেডি মিশ্রিত করা হয় যত্নহীনভাবে। তিনি মনে করেন, এই ধরনের মিশ্রণ নাটকের গুণমান কমিয়ে দেয়। নাটকে বিভিন্ন সময় ও দেশের ঘটনা একসাথে দেখানো হয় যা নিয়ম ভঙ্গ করে। তাই তিনি আধুনিক নাটকের এই অসঙ্গতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

0
Updated: 2 months ago