(4x2 - 16) এবং 6x2 + 24x + 24 এর গসাগু-
A
x + 2
B
x + 4
C
x + 2.
D
2(x + 2)
উত্তরের বিবরণ
প্রশ্ন: (4x2 - 16) এবং 6x2 + 24x + 24 এর গসাগু-
সমাধান:
১ম রাশি = 4x2 - 16
= 4(x2 - 4)
= 4(x2 - 22)
= 2.2(x + 2)(x - 2)
২য় রাশি = 6x2 + 24x + 24
= 6(x2 + 4x + 4)
= 6(x2 + 2.x.2 + 22)
= 2.3(x + 2)2
∴ নির্ণেয় গ.সা.গু. = 2(x + 2)

0
Updated: 2 months ago
দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। যদি একটি সংখ্যা অপরটির দুই-তৃতীয়াংশ হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত?
Created: 3 weeks ago
A
৩০
B
৩৫
C
২০
D
২৫
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। যদি একটি সংখ্যা অপরটির দুই-তৃতীয়াংশ হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
ছোট সংখ্যাটি = ২ক
এখন,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক২ = ৬০০
⇒ ক২ = ৬০০/৬
⇒ ক২ = ১০০
∴ ক = ১০
বড় সংখ্যাটি = ৩ × ১০ = ৩০

0
Updated: 3 weeks ago
দুটি সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ৩ ও ৪৮০। একটি সংখ্যা ১৫ হলে অপর সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
৮৪
B
৯২
C
৯৬
D
১০২
প্রশ্ন: দুটি সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ৩ ও ৪৮০। একটি সংখ্যা ১৫ হলে অপর সংখ্যাটি কত?
সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার গ.সা.গু. = ৩
দুটি সংখ্যার ল.সা.গু. = ৪৮০
একটি সংখ্যা = ১৫
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির গ.সা.গু. × ল.সা.গু.
⇒ প্রথম সংখ্যা × দ্বিতীয় সংখ্যা = গ.সা.গু. × ল.সা.গু.
⇒ ১৫ × দ্বিতীয় সংখ্যা = ৩ × ৪৮০
⇒ দ্বিতীয় সংখ্যা = (৩ × ৪৮০) / ১৫
⇒ দ্বিতীয় সংখ্যা = ১৪৪০ / ১৫
∴ দ্বিতীয় সংখ্যা = ৯৬
সুতরাং, অপর সংখ্যাটি হলো ৯৬।

0
Updated: 1 month ago
২/৩, ৩/৫ ও ৪/৭ এর ল.সা.গু নিচের কোনটি?
Created: 1 week ago
A
১২
B
১/৬
C
৬
D
১/১২
প্রশ্ন: ২/৩, ৩/৫ ও ৪/৭ এর ল.সা.গু নিচের কোনটি?
সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু. = (লব গুলোর ল.সা.গু.)/(হর গুলোর গ.সা.গু.)
এখানে,
লব ২, ৩ ও ৪ এর ল.সা.গু. = ১২
এবং হর ৩, ৫ ও ৭ এর গ.সা.গু. = ১
∴ ল.সা.গু. = ১২/১ = ১২

0
Updated: 1 week ago