কোনটি সবচেয়ে ছোট?
A
2/11
B
3/11
C
2/13
D
4/15
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোনটি সবচেয়ে ছোট?
সমাধান:
2/11 = 0.18
3/11 = 0.27
2/13 = 0.15
4/15 = 0.27
সবচেয়ে ছোট = 2/13

0
Updated: 2 months ago
০.০৩, ০.১২, ০.৪৮, ____ শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
Created: 1 month ago
A
০.৯৬
B
১.৪৮
C
১.৯২
D
১.৫০
প্রশ্ন: ০.০৩, ০.১২, ০.৪৮ - শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
সমাধান:
ধারাটি একটি গুণোত্তর ধারা এবং এর সাধারণ অনুপাত ৪
১ম পদ = ০.০৩
২য় পদ = ০.০৩ × ৪ = ০.১২
৩য় পদ = ০.১২ × ৪ = ০.৪৮
৪র্থ পদ = ০.৪৮ × ৪ = ১.৯২

0
Updated: 1 month ago
৪০ সংখ্যাটি a হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?
Created: 2 months ago
A
a + ১১ = ৪০
B
a + ৪০ = ১১
C
a = ৪০ + ১১
D
a = ৪০ + ১
প্রশ্ন: ৪০ সংখ্যাটি a হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?
সমাধান:
দেওয়া আছে,
৪০ সংখ্যাটি a হতে ১১ কম।
প্রশ্নমতে,
৪০ = a - ১১
∴a = ৪০ + ১১

0
Updated: 2 months ago
একজন দোকানদার ১১০ টাকা প্রতি কেজি দরে ক্রয় করা কিছু চিনির সঙ্গে ১০০ টাকা প্রতি কেজি দরে ক্রয় করা দ্বিগুণ পরিমাণ চিনি মিশ্রিত করে তা ১১৫ টাকা প্রতি কেজি দরে বিক্রয় করে মোট ১৪০০ টাকা লাভ করলেন। ঐ দোকানদার দ্বিতীয় প্রকারের চিনি কত কেজি মিশ্রিত করেছিলেন?
Created: 2 months ago
A
৪৫ কেজি
B
৬০ কেজি
C
৮০ কেজি
D
১০০ কেজি
তুমি সমাধান ঠিকই করেছো — সব ধাপ সঠিক। ✅
সংক্ষেপে যাচাই:
ধরা হলো প্রথম প্রকার = কেজি, দ্বিতীয় = কেজি → মোট = কেজি।
কর্মপদ্ধতি অনুযায়ী মোট ক্রয়মূল্য = টাকা।
বিক্রয়মূল্য = টাকা।
লাভ = → → 。
তাই দ্বিতীয় প্রকারের চিনি = ৮০ কেজি। ✅
(দ্রষ্টব্য: দ্রুত যাচাই করলে ক্রয়মূল্য = টাকা, বিক্রয় = টাকা → লাভ = টাকা — সঠিক মিল রয়েছে।)

0
Updated: 2 months ago