A
অসম্পৃক্ত এলকোহল
B
জৈব এসিড
C
পলিমার
D
এমিনো এসিড
উত্তরের বিবরণ
কোলেস্টেরল
-
কোলেস্টেরল হলো একটি চর্বির মতো স্টেরয়েড, যা আমাদের কোষের ঝিল্লিতে (সেল মেমব্রেন) থাকে এবং রক্তের মাধ্যমে সব প্রাণীর দেহে পরিবাহিত হয়।
-
এটি এক ধরনের কঠিন বা অসম্পৃক্ত অ্যালকোহল।
-
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।
-
যকৃৎ এবং মগজে কোলেস্টেরলের পরিমাণ সবচেয়ে বেশি।
-
কোলেস্টেরল অন্যান্য চর্বির সঙ্গে মিশে রক্তে স্নেহের পরিবাহক হিসেবে কাজ করে।
-
চর্বি ও প্রোটিনের এই যৌগকে লাইপোপ্রোটিন বলা হয়।
-
লাইপোপ্রোটিনের ধরণ নির্ভর করে স্নেহের পরিমাণের উপর। প্রধান দুটি ধরণ হলো:
-
উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন (HDL) – ভালো কোলেস্টেরল।
-
নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন (LDL) – বেশি থাকলে ক্ষতিকর।
-
রক্তে LDL-এর মাত্রা বেশি হলে শরীরের জন্য এটি বিপজ্জনক।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago
কোন আলোক তরঙ্গ মানব চোখে দেখতে পাওয়া যায়?
Created: 2 weeks ago
A
১০ থেকে ৪০০ নেমি (nm)
B
৪০০ থেকে ৭০০ নেমি (nm)
C
১০০ মাইক্রোমিটার (um) থেকে ১ মি(m)
D
১ মি(m) - এর ঊধবে
আলো হলো একটি বিদ্যুৎ-চুম্বকীয় তরঙ্গ।
-
আমরা সব ধরনের আলো দেখতে পাই না।
-
যে আলোর তরঙ্গদৈর্ঘ্য ৪০০ ন্যানোমিটার থেকে ৭০০ ন্যানোমিটার পর্যন্ত, সেই আলোই আমরা দেখতে পাই।
-
ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো বেগুনি রঙের হয়। তরঙ্গদৈর্ঘ্য যত বাড়ে, আলো তার রঙ পরিবর্তন করে।
-
এই ধরনের আলোকে আমরা দৃশ্যমান আলো বা আই-লাইট বলি।
-
আলোর তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ।
বিভিন্ন বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য (nm = 10⁻⁹ m):
-
মহাজাগতিক রশ্মি: <0.00005 nm
-
গামা রশ্মি: 0.0005 – 0.15 nm
-
এক্স-রে (রঞ্জন রশ্মি): 0.01 – 10 nm
-
অতিবেগুনি রশ্মি: <380 nm
-
দৃশ্যমান আলো: 400 – 700 nm
-
ইনফ্রারেড (অবলোহিত) আলো: >700 nm
-
রেডিও ও টেলিভিশন তরঙ্গ: >2.2 × 10⁵ nm
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
কতজন ব্যক্তিকে ২০২৫ সালে একুশে পদক প্রদান করা হয়েছে?
Created: 1 week ago
A
১২ জন
B
১৫ জন
C
১৭ জন
D
২১ জন
সাধারণ বিজ্ঞান
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী - গান
একুশে ফেব্রুয়ারী, ১৯৫২
তথ্য (Information)
No subjects available.
একুশে পদক ২০২৫
-
একুশে পদক ২০২৫ পেয়েছেন দেশের ১৭ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান।
-
সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করেছে।
-
ক্রীড়া ক্ষেত্রে এ বছর একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
একুশে পদক ২০২৫ প্রাপ্ত ব্যক্তিদের তালিকা
-
গবেষণা: মঈদুল হাসান (মূলধারা ৭১-এর রচয়িতা)
-
ভাষা ও সাহিত্য: শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর), হেলাল হাফিজ (মরণোত্তর)
-
সংস্কৃতি ও শিক্ষা: ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী ও দৃকের প্রতিষ্ঠাতা)
-
বিজ্ঞান ও প্রযুক্তি: মেহেদী হাসান খান (অভ্রের জনক), রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা
-
সাংবাদিকতা: মাহফুজ উল্লা (মরণোত্তর)
-
সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান
-
শিল্পকলা (চলচ্চিত্র): আজিজুর রহমান (মরণোত্তর) – (ছুটির ঘণ্টা ও আরও অনেক ছবির পরিচালক)
-
সংগীত: উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), ফেরদৌস আরা
-
আলোকচিত্র: নাসির আলী মামুন
-
চিত্রকলা: রোকেয়া সুলতানা
-
শিক্ষা: ড. নিয়াজ জামান
-
সমাজসেবা: মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)
📌 তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রথম আলো

0
Updated: 1 week ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে?
Created: 1 week ago
A
BBSI
B
CAPI
C
MDFA
D
CPIO
জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) কর্তৃক ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়।
-
এ শুমারি অনুষ্ঠিত হয় ১৫ জুন থেকে ২১ জুন, ২০২২ তারিখ পর্যন্ত।
-
এটি ছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি।
-
তথ্য সংগ্রহে ব্যবহৃত পদ্ধতি হলো CAPI (Computer Assisted Personal Interviewing)।
-
গণনায় অনুসৃত পদ্ধতি ছিল Modified De-facto পদ্ধতি।
📌 তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 week ago