A
৬০ - ১০০% ইথানোয়িক এসিডের জলীয় দ্রবণ
B
৬ - ১০% মিথানোয়িক এসিডের জলীয় দ্রবণ
C
৬ - ১০% ইথানোয়িক এসিডের জলীয় দ্রবণ
D
৬০ - ১০০% মিথানোয়িক এসিডের জলীয় দ্রবণ
No subjects available.
উত্তরের বিবরণ
• ভিনেগার:
- ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH) এর একটি জলীয় দ্রবণ।
- ভিনেগারে 6-10% অ্যাসিটিক বা ইথানোয়িক অ্যাসিড থাকে।
- বিভিন্ন ফলের রস থেকে ভিনেগার তৈরি করা হয়, তাই বাজারে নানা ধরনের ভিনেগার পাওয়া যায়।
• ভিনেগারের ব্যবহার:
- খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা রয়েছে। আচার ঠিক রাখতে ভিনেগার ব্যবহার করা হয়। যদি আচার তৈরিতে ভিনেগার ব্যবহার করা হয়, তাহলে তাতে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। -
- খাবারের স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর কাজে ভিনেগার ব্যবহার করা হয়।
- আয়না, কাচ কিংবা টেবিল পরিষ্কার করতে, রান্নাঘর কিংবা বাথরুম দুর্গন্ধমুক্ত করতে এবং গৃহস্থালি কাপড়, কার্পেট কিংবা সোফায় দাগ দূর করতে ভিনেগার ব্যবহার করা হয়।
- চুল, ত্বক কিংবা পরিশ্রান্ত পায়ের পাতা সতেজ করতে ভিনেগারের দ্রবণ ব্যবহার করা হয়।
উৎস: ৮ম শ্রেণি, বিজ্ঞান।

0
Updated: 2 months ago