A
খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল
B
খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল
C
খুব সরু এসবেস্টোস ফাইবার নল
D
সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত নল
উত্তরের বিবরণ
অপটিক্যাল ফাইবার:
-
অপটিক্যাল ফাইবার হলো একটি খুব পাতলা ও নমনীয় কাঁচের নল।
-
এটি আলোর রশ্মি বহনের জন্য ব্যবহৃত হয়।
-
যখন আলোর রশ্মি ফাইবারের মধ্যে প্রবেশ করে, তখন এটি বারবার ফাইবারের দেয়ালে প্রতিফলিত হয়।
-
এই প্রতিফলন চলতে থাকে যতক্ষণ না আলোর রশ্মি ফাইবারের শেষ প্রান্ত দিয়ে বের হয়।
-
চিকিৎসকরা মানুষের শরীরের ভিতরের অংশ যেমন পাকস্থলী বা কোলন দেখার জন্য যে আলোক নল ব্যবহার করেন, তা অনেকগুলো অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে তৈরি।
-
এছাড়া, টেলিযোগাযোগেও অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়।
-
এর সাহায্যে একই সাথে অনেকগুলো তথ্য সংকেত পাঠানো যায় এবং সংকেত যতদূরই পাঠানো হোক না কেন, শক্তি কমে না।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

0
Updated: 2 weeks ago
বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে কোন দলের বিপক্ষে?
Created: 1 week ago
A
কেনিয়া
B
ভারত
C
পাকিস্তান
D
জিম্বাবুয়ে
সাধারণ বিজ্ঞান
আন্তর্জাতিক বিষয়াবলী
জনশুমারি ও গৃহ গণনা
তথ্য (Information)
পাকিস্তান
No subjects available.
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ
-
আইসিসি ট্রফি জয়: ১৯৯৭ সালে
-
ওয়ানডে স্ট্যাটাস লাভ: ১৯৯৭ সালে
-
সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ: পাকিস্তানের বিপক্ষে, ৩১ মার্চ ১৯৮৬
-
ওয়ানডেতে প্রথম জয়: ২২ ম্যাচ খেলার পর, কেনিয়ার বিপক্ষে
📌 তথ্যসূত্র: ক্রিকইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮

0
Updated: 1 week ago
গাছের খাদ্য তালিকায় আছে-
Created: 1 month ago
A
N, P, K, S ও Zn
B
Na, P, K, S ও Zn
C
N, B, K, S ও Al
D
N, P, K, S ও Al
গাছের খাদ্য তালিকায় আছে- N, P, K, S ও Zn.
গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদানসমূহ
উদ্ভিদের পুষ্টির তালিকায় গুরুত্বপূর্ণভাবে উপস্থিত থাকে—নাইট্রোজেন (N), ফসফরাস (P), পটাশিয়াম (K), সালফার (S), এবং জিঙ্ক (Zn)।
অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং প্রজননের জন্য যেসব উপাদান অপরিহার্য, সেগুলোর মোট সংখ্যা ১৬টি। এদেরকে সম্মিলিতভাবে "অত্যাবশ্যকীয় উপাদান" বলা হয়।
উপাদানগুলোর প্রয়োজনের পরিমাণ অনুসারে এদের দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে:
১। ম্যাক্রো উপাদান (Macro Nutrients):
এই শ্রেণির উপাদানগুলো গাছের শরীরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে প্রয়োজন হয়। মোট ১০টি উপাদান এই দলে অন্তর্ভুক্ত। এগুলো হলো—
-
নাইট্রোজেন (N)
-
ফসফরাস (P)
-
পটাশিয়াম (K)
-
ক্যালসিয়াম (Ca)
-
ম্যাগনেসিয়াম (Mg)
-
সালফার (S)
-
কার্বন (C)
-
হাইড্রোজেন (H)
-
অক্সিজেন (O)
-
লৌহ বা আয়রন (Fe)
নাইট্রোজেন (N)
ফসফরাস (P)
পটাশিয়াম (K)
ক্যালসিয়াম (Ca)
ম্যাগনেসিয়াম (Mg)
সালফার (S)
কার্বন (C)
হাইড্রোজেন (H)
অক্সিজেন (O)
লৌহ বা আয়রন (Fe)
২। মাইক্রো উপাদান (Micro Nutrients):
এই উপাদানগুলো উদ্ভিদের জন্য প্রয়োজন খুবই কম পরিমাণে, তবে তা অপরিহার্য। মোট ৬টি উপাদান এই দলে রয়েছে:
-
জিঙ্ক বা দস্তা (Zn)
-
ম্যাঙ্গানিজ (Mn)
-
মোলিবডেনাম (Mo)
-
বোরন (B)
-
তামা বা কপার (Cu)
-
ক্লোরিন (Cl)
উৎস: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান বই
জিঙ্ক বা দস্তা (Zn)
ম্যাঙ্গানিজ (Mn)
মোলিবডেনাম (Mo)
বোরন (B)
তামা বা কপার (Cu)
ক্লোরিন (Cl)

0
Updated: 1 month ago
মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে-
Created: 2 weeks ago
A
২৫ জোড়া
B
২৪ জোড়া
C
২৩ জোড়া
D
২০ জোড়া
নবদেহে সাধারণত ২৩ জোড়া ক্রোমোজোম থাকে।
-
অর্থাৎ, প্রতিটি মানব কোষে মোট ৪৬টি ক্রোমোজোম আছে।
-
এই ২৩ জোড়ার মধ্যে ২২ জোড়াকে বলা হয় অটোজোম।
-
অটোজোম দেহের বিভিন্ন গঠন এবং জীববৈজ্ঞানিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
-
লিঙ্গ নির্ধারণে এদের কোনো ভূমিকা নেই।
-
-
বাকি একটি জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম।
-
এটি নির্ধারণ করে যে সন্তানের লিঙ্গ ছেলে হবে নাকি মেয়ে।
-
লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়াকে X এবং Y দ্বারা চিহ্নিত করা হয়।
উৎস: জীববিজ্ঞান-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
-

0
Updated: 2 weeks ago