A
হিলিয়াম
B
নিয়ন
C
আর্গন
D
জেনন
উত্তরের বিবরণ
নিষ্ক্রিয় (Noble) গ্যাস
-
নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে রয়েছে: হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe), রেডন (Rn) এবং ওগানেসন (Og)।
-
এরা সাধারণত অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করে না, এজন্য এদের “নোবেল” বা অভিজাত গ্যাস বলা হয়।
-
হিলিয়াম ব্যতীত, বাকি সব নিষ্ক্রিয় গ্যাসের বাহ্যিক (ভ্যালেন্স) শেলে ৮টি ইলেকট্রন থাকে। হিলিয়ামের শেলে মাত্র ২টি ইলেকট্রন থাকে।
নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য
-
সাধারণ তাপমাত্রা ও চাপের অধীনে এগুলো একক পরমাণুর আকারে থাকে।
-
এদের কোনো রঙ, স্বাদ বা গন্ধ নেই।
-
পানিতে এগুলোর দ্রবণীয়তা খুবই কম।
-
গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব কম।
-
পারমাণবিক আকর্ষণ শক্তি কম হওয়ায় এদের গলন তাপ ও বাষ্পীকরণের তাপ কম।
-
আয়নিকরণ শক্তি (Ionization energy) অত্যন্ত বেশি।
উৎস: নবম-দশম শ্রেণির রসায়ন, ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
Created: 1 week ago
A
নাইট্রিক
B
সালফিউরিক
C
হাইড্রোক্লোরিক
D
পারক্লোরিক
এসিডের ব্যবহার
এসিড আমাদের দৈনন্দিন জীবনে এবং বিভিন্ন শিল্প কারখানায় অপরিহার্য। কিছু উদাহরণ হলো:
-
সোনার গহনা তৈরিতে নাইট্রিক এসিড ব্যবহৃত হয়।
-
বৈদ্যুতিক সরঞ্জাম ও যানবাহন, সৌর বিদ্যুৎ উৎপাদন এবং মাইক্রোইলেকট্রনিক্সে সালফিউরিক এসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাসাবাড়িতে সাপ এবং অন্যান্য কীটপতঙ্গ নিয়ন্ত্রণে কার্বোলিক এসিড ব্যবহৃত হয়।
-
পাকস্থলীর হজম প্রক্রিয়ার জন্য আমাদের শরীর হাইড্রোক্লোরিক এসিড ব্যবহার করে।
-
সার কারখানা, পেইন্ট, কাগজ, ডিটারজেন্ট, ঔষধ, কীটনাশক, বিস্ফোরক এবং রেয়ন উৎপাদনে সালফিউরিক এসিড অপরিহার্য।
-
কোনো দেশের শিল্পোন্নয়নের পরিমাপক হিসেবে সালফিউরিক এসিডের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ সূচক।
-
ইস্পাত, চামড়া, ঔষধ শিল্পে হাইড্রোক্লোরিক এসিডের ব্যবহার ব্যাপক।
-
সার উৎপাদন, বিস্ফোরক প্রস্তুতি, ধাতু আহরণ (যেমন সোনা) এবং রকেট জ্বালানিতে নাইট্রিক এসিড ব্যবহৃত হয়।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি

0
Updated: 1 week ago
কোনটি এন্টিবায়োটিক?
Created: 2 weeks ago
A
ইনসুলিন
B
পেপসিন
C
পেনিসিলিন
D
ইথিলিন
পেনিসিলিন হলো একটি গুরুত্বপূর্ণ এন্টিবায়োটিক, যা জীবাণু নিধনে ব্যবহৃত হয়। এটি আবিষ্কার করেন সার আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৯ সালে।
-
ডায়াবেটিস রোগ ঘটে যখন শরীরে ইনসুলিন হরমোনের অভাব থাকে।
-
পেপসিন হলো একটি এনজাইম, যা প্রোটিন পরিপাকে সাহায্য করে।
-
ফলের পাকা প্রক্রিয়ায় ভূমিকা রাখে একটি ফাইটোহরমোন যার নাম ইথিলিন।
উৎস: ব্রিটানিকা অভিধান এবং একাদশ–দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বই।

0
Updated: 2 weeks ago
আকাশে বিদ্যুৎ চমকায় -
Created: 2 weeks ago
A
মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
B
দুখণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
C
মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
D
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
যখন আকাশে মেঘের মধ্যে প্রচুর পানি ও বরফ কণা থাকে, তখন সেখানে চার্জ জমে।
যদি ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত মেঘ একে অপরের কাছে আসে, তবে আকর্ষণের কারণে চার্জ দ্রুত এক মেঘ থেকে অন্য মেঘে চলে যায়।
এই দ্রুত চার্জের চলাচলের সময় যে তীব্র আলো দেখা যায়, তাকে আমরা বিজলী চমকানো বলি।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago