Adnan can eat ___ his brother.
A
twice as
B
twice as much as
C
twice as more as
D
twice times
উত্তরের বিবরণ
• সঠিক উত্তর: খ) twice as much as
-
Full Sentence:
Adnan can eat twice as much as his brother.
-
অর্থ (বাংলা):
আদনান তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ পরিমাণ খেতে পারে।
-
ব্যাখ্যা:
"Twice as much as" হলো সঠিক comparative structure, যখন uncountable quantities (যেমন খাবারের পরিমাণ) তুলনা করা হয়।
Full Sentence:
Adnan can eat twice as much as his brother.
অর্থ (বাংলা):
আদনান তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ পরিমাণ খেতে পারে।
ব্যাখ্যা:
"Twice as much as" হলো সঠিক comparative structure, যখন uncountable quantities (যেমন খাবারের পরিমাণ) তুলনা করা হয়।
• অন্যান্য Options
-
ক) twice as
-
অসম্পূর্ণ (Incomplete)।
-
সঠিক অর্থ বোঝানোর জন্য বলা প্রয়োজন twice as much/many as।
-
গ) twice as more as
-
ভুল comparative form।
-
"Twice" এর সাথে "more" একসাথে ব্যবহার করা যায় না।
-
সঠিক: twice as much as, not twice as more as।
-
ঘ) twice times
-
ভুল এবং redundant।
-
কারণ "twice" এর অর্থই two times, তাই "twice times" ব্যবহার করা যায় না।
ক) twice as
-
অসম্পূর্ণ (Incomplete)।
-
সঠিক অর্থ বোঝানোর জন্য বলা প্রয়োজন twice as much/many as।
গ) twice as more as
-
ভুল comparative form।
-
"Twice" এর সাথে "more" একসাথে ব্যবহার করা যায় না।
-
সঠিক: twice as much as, not twice as more as।
ঘ) twice times
-
ভুল এবং redundant।
-
কারণ "twice" এর অর্থই two times, তাই "twice times" ব্যবহার করা যায় না।
📖 Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago
Which of the following is written by an Irish dramatist?
Created: 1 month ago
A
Pride and Prejudice
B
How to Cook Beans
C
The Cocktail Party
D
Mrs. Warren’s Profession
Mrs. Warren’s Profession
Playwright: George Bernard Shaw (Irish dramatist)
-
Mrs. Warren’s Profession হলো George Bernard Shaw রচিত একটি নাটক।
-
এটি একটি ৪ অঙ্কের নাটক।
-
নাটকটি লেখা হয় ১৮৯৩ সালে এবং প্রকাশিত হয় ১৮৯৮ সালে।
-
সরকারি সেন্সরের কারণে এটি মঞ্চস্থ হয়নি ১৯০২ সাল পর্যন্ত।
-
নাটকের মূল বিষয়বস্তু: organized prostitution।
Summary
নাটকটি মূলত Kitty Warren ও তার মেয়ে Vivie Warren-এর সম্পর্ককে কেন্দ্র করে।
-
Mrs. Kitty Warren একজন প্রাক্তন যৌনকর্মী, যিনি পরবর্তীতে একটি যৌন ব্যবসার মালিক হয়ে ওঠেন।
-
Vivie একজন শিক্ষিত, স্বাধীনচেতা তরুণী, যে মায়ের অতীত ও বর্তমান পেশার কথা জেনে হতবাক হয়।
-
Mrs. Warren ব্যাখ্যা দেন যে আর্থিক প্রয়োজনীয়তা তাকে এই পথে এনেছিল।
-
Vivie তার মায়ের সাহসিকতাকে সম্মান করলেও মায়ের ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারে না।
-
অবশেষে Vivie তার মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
-
নাটকটি সামাজিক সমালোচনা, অর্থনৈতিক বাস্তবতা এবং নারীর স্বাধীনতার প্রশ্ন উত্থাপন করে।
Main Characters
-
Vivie Warren
-
Kitty Warren (Mrs. Warren)
-
Frank Gardner
-
Praed
-
Sir George Crofts
-
Reverend Sam Gardner
-
Liz
G. B. Shaw (1856–1950)
-
পূর্ণ নাম: George Bernard Shaw।
-
তিনি ছিলেন Modern Period-এর একজন বিশিষ্ট নাট্যকার ও সাহিত্য সমালোচক।
-
Shaw একজন Irish dramatist।
-
তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
Famous Plays of G. B. Shaw
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren’s Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (play/tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor’s Dilemma (satirical play, Epilogue)
-
St. Joan of Arc
Other Works (for reference)
-
Pride and Prejudice – novel by Jane Austen (English novelist)
-
How to Cook Beans – unfinished book by Syed Waliullah (Bengali writer)
-
The Cocktail Party – play by T. S. Eliot (American-English poet & playwright)
Sources:
-
Britannica
-
SparkNotes

0
Updated: 1 month ago
"What time is it?"
In this sentence, 'What' is a/an-
Created: 2 weeks ago
A
Adverb
B
Pronoun
C
Adjective
D
Preposition
"What time is it?"
-
এই বাক্যে 'What' হলো একটি Adjective
-
কারণ What এখানে 'time' নামক noun-কে modify করছে
-
Adjective হিসেবে What মানুষ বা বস্তু উভয়কে নির্দেশ করতে পারে
-
-
Interrogative Adjective
-
যখন interrogative pronoun (যেমন: What, Which, Whose ইত্যাদি) adjective হিসেবে কাজ করে, তখন তাকে Interrogative Adjective বলা হয়
-
অর্থাৎ, এই pronoun-গুলো noun-এর পূর্বে বসে প্রশ্নের উদ্দেশ্যে noun-কে modify করে, তখন এরা adjective হিসেবে ব্যবহৃত হয়
-
Interrogative Adjective হলো এক প্রকার Pronominal Adjective
-
-
More Examples:
-
Which book do you want?
-
What colour do you like best?
-

0
Updated: 2 weeks ago
The CEO is all ears in the meeting.
Here, 'all ears' means-
Created: 2 months ago
A
Always support no matter what.
B
Listening eagerly.
C
Get into serious trouble.
D
In favour/disfavour with someone.
Phrase: all ears
Meaning: Be listening eagerly
Bangla: উৎকর্ণ হয়ে শোনা
Example: I'm all ears, tell me about it.
Other Idioms for Comparison:
-
Through thick and thin
-
Meaning: Always support or stay with someone, even in difficulties
-
Bangla: বাধা-বিপত্তির মধ্য দিয়ে থাকা
-
-
Be in deep water
-
Meaning: To be in or get into serious trouble
-
Bangla: অথৈ জলে পড়া / খুব বিপদে পড়া
-
-
Be in someone’s good/bad books
-
Meaning: In favour or disfavour with someone
-
Bangla: কারো উপর অন্য আরেকজনের সন্তুষ্টি / অসন্তুষ্টি
-
Example: I cleaned the bathroom yesterday, so I'm in Mum's good books.
-
✅ Correct Answer: Be all ears → listening eagerly

0
Updated: 2 months ago