A
Adverb of manner
B
Adverb of Degree
C
Adverb of time
D
Adverb of frequency
উত্তরের বিবরণ
• সঠিক উত্তর: Adverb of Degree
উদাহরণ:
-
He almost passed the exam.
-
এখানে almost অর্থ “প্রায়”; যা নির্দেশ করে কাজটি সম্পূর্ণ হয়নি।
-
‘almost passed’ মানে হলো সে পাস করেনি, কিন্তু কিছু নাম্বার বেশি পেলে পাস করতে পারত।
-
Adverb of Degree কাজের মাত্রা বা পরিমাণ নির্দেশ করে—কতটুকু বা কোন পর্যায়ে কাজ হয়েছে।
-
তাই এখানে almost Adverb of Degree।
-
• Adverb of Degree
-
এই ধরনের adverb কতখানি, কি মাত্রায় কিছু হয়েছে তা বোঝায়।
-
এটি আমাদের বলে কোনো কাজের intensity বা পরিমাণ।
-
Examples: Almost, quite, very, much, fully, partly, wholly, completely, strongly, totally, entirely, deeply, greatly, poorly, half, enough, somewhat, altogether, too, little, a little, rather.
-
Example Sentence: The water is completely cold.
• Adverb
-
Adverb হলো এমন একটি শব্দ যা verb, adjective অথবা অন্য adverb-কে modify বা বিশেষিত করে।
• Adverb of Manner
-
যে adverb কোনো কাজ কীভাবে হচ্ছে তা নির্দেশ করে তাকে Adverb of Manner বলে।
-
Examples: sadly, softly, steadily, slowly, soundly, swiftly, simply, suddenly, carefully, carelessly, easily, quickly, possibly, probably, luckily, fortunately, unfortunately, naturally, rightly, urgently, wrongly.
-
Example Sentence: He spoke quickly during the meeting.
• Adverb of Time
-
এই ধরনের adverb কোনো ক্রিয়ার সময় (When) বোঝায়।
-
Examples: now, then, before, since, ago, already, once, twice, thrice, again, soon, late, afterwards, yesterday, today, tomorrow, daily, early, formerly, frequently, presently, immediately, instantly.
-
Example Sentence: They arrived yesterday at the station.
• Adverb of Frequency
-
এই adverb বোঝায় কোন কাজ কতবার বা কত সময় অন্তর ঘটে।
-
Examples: always, usually, often, sometimes, rarely, never.
-
Example Sentence: He never lies to his friends.
📖 Source: Applied English Grammar and Composition by P. C. DAS, Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago