The junior architect calls into question about the plan.
What is the meaning of the underlined part?
A
Decide or agree to stop doing something
B
To address or speak of a person.
C
To cause doubts about something.
D
To express public or formal disapproval of.
উত্তরের বিবরণ
Phrase: Call into question
Meaning: To cause doubts about something
Bangla: কোনো বিষয়ে সন্দেহ পোষণ করা, আপত্তি তোলা
Example: His honesty can’t be called into question.
Other Idioms for Comparison:
-
Call it a day
-
Meaning: Decide or agree to stop doing something / end a period of activity
-
Bangla: কিছুতে সমাপ্তি টানতে একমত হওয়া
-
Example: I'm getting a bit tired now - let's call it a day.
-
-
Call name
-
Meaning: To address or speak of a person contemptuously or offensively
-
Bangla: গালমন্দ করা
-
Example: The new boy in class is always calling us names.
-
-
Call to account
-
Meaning: To express public or formal disapproval of
-
Bangla: জনসম্মুখে নিন্দা / সমালোচনা করা / অপমান করা
-
Example: The government is being called to account for the economic disaster.
-
✅ Correct Answer: Call into question → To cause doubts about something

0
Updated: 2 months ago
Needle : Sewing :: Knife : ?
Created: 1 month ago
A
Cutting
B
Farming
C
Sleeping
D
Reading
Correct Answer: ক) Cutting
ব্যাখ্যা:
-
Needle (সূই) দিয়ে Sewing (সেলাই) করা হয়।
-
Knife হলো ছুরি, যা দিয়ে Cutting (কাটা) করা হয়।
-
সম্পর্ক: tool : function
A needle is used for sewing; a knife is used for cutting.
-
তাই analogical relation অনুযায়ী সঠিক উত্তর হলো Cutting।
Options:
-
ক) Cutting – কাটা ✅
-
খ) Farming – কৃষি কাজ করা
-
গ) Sleeping – ঘুমানো
-
ঘ) Reading – পড়া
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
What does "Call to account" mean?
Created: 3 weeks ago
A
Ignore
B
Reward
C
Criticize
D
Appreciate
Call to account একটি idiom, যা বোঝায় কাউকে জনসম্মুখে সমালোচনা করা বা আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রকাশ করা। সাধারণত ভুল কাজ বা দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে এ ধরনের সমালোচনা করা হয়।
-
Call to account (Idiom)
English Meaning: To criticize publicly / to express public or formal disapproval of
Bangla Meaning: জনসম্মুখে নিন্দা করা; সমালোচনা করা; অপমান করা -
Correct Answer: To criticize publicly
-
Other Options:
ক) Ignore (উপেক্ষা করা) → এটি বিপরীত অর্থ প্রকাশ করে
খ) Reward (পুরস্কৃত করা) → দায়বদ্ধতার সঙ্গে সম্পর্কিত নয়
ঘ) Appreciate (প্রশংসা করা) → ইতিবাচক কাজ, সমালোচনার বিপরীত -
Example Sentences:
-
The government is being called to account.
-
The government is being called to account for the economic disaster.
-
-
Source:

0
Updated: 3 weeks ago
Wuthering Heights is a ______ by Emily Bronte.
Created: 1 month ago
A
satire
B
poem
C
short story
D
novel
Wuthering Heights
Novelist: Emily Brontë
-
Wuthering Heights উপন্যাসটি লেখা হয়েছে Emily Brontë দ্বারা।
-
প্রকাশকাল: ১৮৪৭ সালে।
-
লেখক এতে Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছেন।
-
এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় রোমান্টিক উপন্যাস।
Summary
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম বালক।
-
Heathcliff অন্যের আশ্রয়ে বেড়ে ওঠে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সাথে প্রেমে পড়েন।
-
Catherine অন্যের সঙ্গে বিয়ে করলে Heathcliff হারানো এবং ক্ষোভপূর্ণ হয়ে ফিরে আসে।
-
ফিরে আসার পর Heathcliff ধন সম্পদ অর্জন করে এবং Wuthering Heights ক্রয় করে।
-
সে Catherine-এর পরিবার এবং প্রাক্তন প্রেমিকদের প্রতি প্রতিশোধ নেয়।
-
পরবর্তীতে Catherine মারা যায়, তার ভাই Hindley ও মারা যায়।
-
কাহিনী প্রজন্মের মাধ্যমে এগিয়ে যায়, এবং Heathcliff-এর সন্তানও শেষ পর্যায়ে গল্পে যুক্ত হয়।
Main Characters
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (central character)
-
Lockwood
Emily Brontë (1818–1848)
-
Charlotte Brontë-এর ছোট বোন।
-
Wuthering Heights তার একমাত্র উপন্যাস, যা মূলত তার পরিচয় স্থাপন করে।
-
মাত্র ৩০ বছর বয়সে মারা যান।
Notable Works
-
Wuthering Heights
-
Poems by Currer, Ellis, and Acton Bell
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 month ago