A
He was weak and he went to school.
B
He went to school though he was weak.
C
Despite his weakness, he went to school.
D
He was weak but he went to school.
উত্তরের বিবরণ
Complex Sentence:
-
Though he was weak, he went to school.
Rule for Simplification (verb “to be” present in clause):
-
Though / Although → In spite of / Despite
-
Subject → possessive form (his, her, their…)
-
Verb “to be” → being
-
বাক্যবিন্যাসের বাকী অংশ অপরিবর্তিত রাখুন
-
Optionally, adjective → noun করে সরাসরি ব্যবহার করা যায় (being এর প্রয়োজন হয় না)
Simple Sentence:
-
Despite / In spite of + his + being weak, he went to school.
-
Despite / In spite of + his + weakness, he went to school. ✅ (preferred)
Correct Answer: গ) Despite his weakness, he went to school.

0
Updated: 2 weeks ago
Omnipotent-
Created: 3 weeks ago
A
Feeble
B
Supreme
C
Impotent
D
Vulnerable
• Omnipotent (adjective)
- সর্বশক্তিমান।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Feeble (adjective)
- দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
খ) Supreme (adjective)
- সর্বপ্রধান; সর্বোচ্চ; পরম; পারমিক।
গ) Impotent (adjective)
- অক্ষম, নিবীর্য; অশক্ত; অসমর্থ; (পুরুষ) নপুংসক; ক্লীব; পুরুষত্বহীন; ভগ্নধ্বজ।
ঘ) Vulnerable (adjective)
- ক্ষতিগ্রস্ত হতে পারে এমন; আক্রম্য; অরক্ষিত।
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Supreme শব্দটি Omnipotent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 weeks ago
Fraility the name is women. Here 'Fraility' is:
Created: 1 month ago
A
A noun
B
An adjective
C
An adverb
D
A verb
এখানে যে লাইনটি উল্লেখ করা হয়েছে, সেটি ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার William Shakespeare-এর ট্র্যাজেডি নাটক Hamlet থেকে নেওয়া একটি বিখ্যাত উক্তি।
• মূল উক্তিটি হলো – “Frailty, thy name is woman.”
অর্থাৎ, প্রশ্নে "Fraility" বানানটি ভুল লেখা হয়েছে। সঠিক বানান হবে Frailty।
• এই উক্তিতে ব্যবহৃত Frailty শব্দটি হলো একটি Noun (বিশেষ্য)।
• Frailty [noun] (uncountable)
English অর্থ: শারীরিক বা মানসিক দুর্বলতা।
বাংলা অর্থ: ভঙ্গুরতা, নশ্বরতা, ক্ষণস্থায়িত্ব, নৈতিক দুর্বলতা বা ছোটখাটো দোষত্রুটি।
• উদাহরণ:
Though ill for most of her life, physical frailty never stopped her from working.
(তিনি জীবনের বেশিরভাগ সময় অসুস্থ ছিলেন, কিন্তু শারীরিক দুর্বলতা কখনও তাকে কাজ করতে বাধা দেয়নি।)
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 1 month ago
Cotton is a _____ noun.
Created: 1 week ago
A
Common
B
Abstract
C
Material
D
Proper
• Cotton is a Material noun.
• যে সব পদার্থ ওজন করা যায়, কিন্তু গণনা করা যায় না, তাদেরকে Material noun বলে।
- Cotton – তুলা, যা ওজন করা যায়, গণনা করা যায় না, তাই এটি Material noun.
• Material noun:
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.

0
Updated: 1 week ago