A
Staying calm makes you successful.
B
Stay calm and you will succeed.
C
Keep calm to succeed.
D
In order to be successful, you need to be calm.
উত্তরের বিবরণ
Complex Sentence থেকে Compound Sentence এ রূপান্তর (Negative অর্থসহ)
মূল নিয়ম:
-
Complex sentence-এর subordinate clause (যেমন If-Clause) থেকে If ও subject তুলে নিয়ে বাক্য শুরু করা যায়।
-
বাকী clause-এর সাথে coordinating conjunction ব্যবহার করে সংযুক্ত করা হয়। সাধারণ conjunction: and, but, or।
-
If-Clause কে imperative (command/নির্দেশ) আকারে রূপান্তর করা যায়।
উদাহরণ:
-
Complex Sentence: If you stay calm, you will succeed.
-
Compound Sentence: Stay calm and you will succeed.
বিস্তারিত ব্যাখ্যা:
-
মূল Complex Sentence: If you stay calm → subordinate clause
-
Compound Sentence-এ: Stay calm (imperative) + and + you will succeed
-
অর্থ একই থাকে, কিন্তু sentence structure পরিবর্তিত হয়।

0
Updated: 2 weeks ago
Verb of 'Number' is __
Created: 1 week ago
A
number
B
enumerate
C
numbering
D
numerical
According to The Oxford dictionary,
ক) Number (noun) (পরিমাণ বা অঙ্ক; সংখ্যা) - An arithmetical value, expressed by a word, symbol, or figure, representing a particular quantity and used in counting and making calculations.
- Number (Verb) (সংখ্যা দ্বারা চিহ্নিত করা; সংখ্যা দেওয়া)
- Amount to (a specified figure or quantity); comprise.
খ) Enumerate (verb) গণনা করা; এক এক করে নামোল্লেখ করা
- it itself is a different verb that is similar to the verb 'number'
গ) Numbering (verb)- চিহ্নিত করা; সংখ্যাগণনা করা; সংখ্যা দেত্তয়া;
- This is the continuous form or gerund of the verb "number." It denotes an ongoing action.
- For example, "He is numbering the pages of the manuscript."
ঘ) Numerical(adjective) সংখ্যাবিষয়ক; সংখ্যাভুক্ত; সংখ্যাসূচক।
• Number এবং Numbering উভয়ই verb form এ রয়েছে কিন্তু tense ভেদে এরা ভিন্ন ভাবে ব্যবহৃত হয়।
- কিন্তু যদি number এর base verb form জানতে চাওয়া হয় তবে সেক্ষেত্রে Number অধিক গ্রহণ যোগ্য।
- যদি number এর ongoing or continous form জানতে চাওয়া হয়, তখন সেক্ষেত্রে numbering গ্রহণযোগ্য।
- প্রদত্ত প্রশ্নে parts of speech এর interchange এর ভিত্তিতে যেহেতু number এর verb form জানতে চাওয়া হয়েছে, তাই অধিক গ্রহণ যোগ্য উত্তর হিসেবে number উত্তর রাখা হয়েছে।
Source: Oxford Dictionary and Merriam Webster Dictionary and Bangla Academy Dictionary.

0
Updated: 1 week ago
One who knows everything –
Created: 1 week ago
A
Scholar
B
Genius
C
Omniscient
D
Literate
Correct Answer: গ) Omniscient
Omniscient (Adj)
-
Bangla Meaning: সর্বজ্ঞ
-
English Meaning: knowing everything; having unlimited understanding or knowledge
Other Options:
-
Scholar – পাঠশালার পড়ুয়া; a person of deep wisdom or learning
-
Genius – প্রতিভাবান ব্যক্তি; a strong leaning or inclination; penchant
-
Literate – অক্ষরজ্ঞানসম্পন্ন; educated, cultured
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 week ago
Choose the pair of words that expresses a relationship similar to that of "Harm: Damage"-
Created: 1 week ago
A
Sweet: Sour
B
Injure: Incapacitate
C
Stout: Weak
D
Hook: Crook
প্রশ্নের বিষয়: শব্দজোড়ার সম্পর্ক (Analogy)
প্রশ্নে দেওয়া শব্দজোড়ার অর্থ:
-
Harm – ক্ষতি বা আঘাত।
-
Damage – ক্ষতি, অনিষ্ট বা লোকসান।
দেখা যাচ্ছে, এই দুটি শব্দের অর্থ একে অপরের সমার্থক।
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
ক)
-
Sweet – মধুর, মিষ্ট বা আনন্দদায়ক।
-
Sour – টক বা তিক্ত স্বাদযুক্ত।
খ)
-
Injure – আঘাত করা, আহত করা বা ক্ষতি করা।
-
Incapacitate – অক্ষম বা অযোগ্য করা, শক্তি হরণ করা।
গ)
-
Stout – শক্তিশালী, দৃঢ়, সহজে ভাঙে না এমন।
-
Weak – দুর্বল, ভঙ্গুর বা প্রতিরোধে অক্ষম।
ঘ)
-
Hook – ঝোলানোর বা ধরার জন্য বাঁকা যন্ত্রাংশ; আকর্ষক বা গ্রহণি।
-
Crook – রাখালের ব্যবহৃত বাঁকা ছড়ি।
উপসংহার:
Harm : Damage সম্পর্কের মতো Injure : Incapacitate ও সমার্থক অর্থ প্রকাশ করে। অর্থাৎ, প্রথম জোড়ার মতো দ্বিতীয় জোড়ার শব্দগুলোর মধ্যে সমান বা অনুরূপ সম্পর্ক রয়েছে।
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 week ago