A
ব্যঞ্জন বিকৃতি
B
অভিশ্রুতি
C
বিপ্রকর্ষ
D
ধ্বনি বিপর্যয়
উত্তরের বিবরণ
অভিশ্রুতি (Apocope / Vowel Assimilation)
সংজ্ঞা:
যদি কোনো শব্দের বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরের সাথে মিলে গিয়ে পরবর্তী স্বরের উচ্চারণকে প্রভাবিত করে, তাকে অভিশ্রুতি বলা হয়।
উদাহরণ:
মূল শব্দ | অভিশ্রুতি প্রয়োগের পর |
---|---|
শুনিয়া | শুনে |
বলিয়া | বলে |
হাটুয়া | হাউটা |
বিঃদ্রঃ এখানে স্বরসংগতি বা মিলনের কারণে শব্দের উচ্চারণ সংক্ষিপ্ত ও স্বাভাবিক হয়।

0
Updated: 2 weeks ago
কোন বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়?
Created: 2 weeks ago
A
প
B
ক
C
ট
D
ত
ষ-ত্ব বিধান (ব্যাকরণ) সংক্ষেপে
১. ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়
-
উদাহরণ: কষ্ট, কাষ্ঠ, স্পষ্ট
২. অন্যান্য নিয়মাবলী:
-
অ, আ ভিন্ন স্বরধ্বনি এবং ক/র-এর পরে প্রত্যয়যুক্ত ‘ষ’
-
উদাহরণ: ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা
-
-
ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর ধাতুতে ‘ষ’
-
উদাহরণ: অভিষেক, সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান
-
-
ঋ ও ঋ-কারের পর ‘ষ’
-
উদাহরণ: ঋষি, কৃষক
-
-
তৎসম শব্দে ‘র’ এর পর ‘ষ’
-
উদাহরণ: বর্ষা, ঘর্ষণ
-
-
স্বাভাবিকভাবে কিছু শব্দে ‘ষ’ থাকে
-
উদাহরণ: ষড়ঋতু, আষাঢ়, ভাষা, মানুষ, দ্বেষ, ভূষণ
-
-
বিদেশি শব্দে ‘ষ’ হয় না
-
উদাহরণ: জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট
-

0
Updated: 2 weeks ago
বাগযন্ত্রের অংশ কোনটি?
Created: 1 month ago
A
স্বরযন্ত্র
B
ফুসফুস
C
দাঁত
D
উপরের সবকটি
বাগ্যন্ত্র: ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্যন্ত্র বলে।
মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগ্যন্ত্রের অন্তর্ভূক্ত।
বাগ্যন্ত্রের অংশসমূহ হলো:
১. ফুসফুস,
২. শ্বাসনালি,
৩. স্বরযন্ত্র,
৪. জিভ,
৫. আলজিভ,
৬. তালু,
৭. মূর্ধা,
৮. দন্তমূল,
৯. ওষ্ঠ,
১০. নাসিকা
১১. দাঁত ইত্যাদি।

0
Updated: 1 month ago
নিচের কোন শব্দে ‘মূর্ধন্য ণ’ হবে না?
Created: 2 weeks ago
A
শোণিত
B
কোরাণ
C
বর্ণ
D
তৃণ
ণ-ত্ব বিধান (ব্যাকরণ) সংক্ষেপে
১. তৎসম/সংস্কৃত শব্দে মূর্ধন্য ‘ণ’ থাকে
-
উদাহরণ:
-
মাণিক্য, গণ, লবণ, বেণু, কঙ্কণ, কল্যাণ, শোণিত, মণি
-
২. অতৎসম / দেশি / বিদেশি শব্দে ‘ণ’ হয় না, বরং ‘ন’ হবে
-
উদাহরণ:
-
অঘ্রান, কান, গুনতি, ঝরনা, ইরান, কোরান
-
৩. ব্যতিক্রম/নির্দিষ্ট নিয়ম:
-
সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না → ‘ন’ হবে
-
উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম
-
-
ট-বর্গীয় বর্ণের সঙ্গে ‘ণ’ ব্যবহার হয় না → ‘ন’ হবে
-
উদাহরণ: অন্ত, গ্রন্থ
-

0
Updated: 2 weeks ago