A
মাষ্টার
B
পোষ্ট
C
সংস্কার
D
পোষাক
উত্তরের বিবরণ
ষ-ত্ব বিধান ও প্রয়োগ
১. ষ-ত্ব বিধান প্রযোজ্য
-
শুধুমাত্র তৎসম/সংস্কৃত শব্দে।
-
তৎসম শব্দের ক্ষেত্রে মূল বানান অনুযায়ী ষ লেখা হবে।
-
উদাহরণ: সংস্কার, বর্ষা, চক্ষুষ্মান, অভিষেক, প্রতিষ্ঠা
২. ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়
-
বিদেশি শব্দে বা তদ্ভব/দেশি শব্দে নয়।
-
উদাহরণ:
-
ইংরেজি: পোস্ট, মাস্টার
-
ফারসি: পোশাক
-
-
এ ক্ষেত্রে 'ষ' ব্যবহারের প্রয়োজন নেই।

0
Updated: 2 weeks ago
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
Created: 3 months ago
A
হাতি/হাতী
B
নারি/নারী
C
জাতি/জাতী
D
দাদি/দাদী
বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে:
-
নারি, নারী — উভয়ই বানান শুদ্ধ।
নারি (ক্রিয়া পদ)
-
এটি একটি বাংলা শব্দ।
-
অর্থ: না পারি।
-
উদাহরণ: যারে দেখতে নারি তার চলন বাঁকা।
নারী (বিশেষ্য পদ)
-
এটি একটি সংস্কৃত শব্দ।
-
অর্থ: স্ত্রীকুলের প্রাপ্তবয়স্ক মানুষ, মানবী।
অন্যদিকে,
-
হাতি, জাতি, দাদি — এই বানানগুলো শুদ্ধ।
-
তবে হাতী, জাতী, দাদী বানানগুলো অশুদ্ধ।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 3 months ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
দন্দ
B
দ্বন্দ
C
দ্বন্দ্ব
D
দন্ব
• 'দ্বন্দ্ব' বানানটি শুদ্ধ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
'দ্বন্দ্ব' শব্দের অর্থ:
- বিরোধ (দ্বন্দ্ব-কলহে উভয় পক্ষের ক্ষতি)।
- কলহ; ঝগড়া; বিবাদ।
- দ্বিধা।
- মল্লযুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
নিচের কোনটির ক্ষেত্রে ষ-ত্ব বিধান খাটে না?
Created: 1 week ago
A
ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর
B
ক ও র-এর পরে প্রত্যয়ে
C
সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত পদে
D
তৎসম শব্দে 'র'-এর পর

0
Updated: 1 week ago