A
গাঢ় সালফিউরিক এসিড
B
ধূমায়মান সালফিউরিক এসিড
C
লঘু সালফিউরিক এসিড
D
কোনোটিই নয়
No subjects available.
উত্তরের বিবরণ
'ওলিয়াম' (Oleum):
- ওলিয়াম (Oleum) হলো সালফিউরিক এসিডের একটি অত্যন্ত ঘন রূপ, যার মধ্যে সালফার ট্রাইঅক্সাইড (SO₃) গ্যাস দ্রবীভূত থাকে।
- রাসায়নিকভাবে:
• Oleum=H2SO4⋅nSO3
• ব্যবহার:
- উচ্চ ঘনত্বের সালফিউরিক এসিড উৎপাদনে।
- ডিটারজেন্ট, রঞ্জক পদার্থ ও বিস্ফোরকের প্রস্তুতিতে।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 2 months ago