A
ত্রিনয়ন
B
গ্রন্থ
C
অঘ্রান
D
গভর্ণর
উত্তরের বিবরণ
১. শুদ্ধ বানান উদাহরণ
-
অশুদ্ধ: গভর্ণর
-
শুদ্ধ: গভর্নর
২. ণ-ত্ব বিধান যেখানে প্রযোজ্য নয়
-
সমাসবদ্ধ শব্দে
-
সাধারণত ‘ণ’ ব্যবহার হয় না, ‘ন’ থাকে।
-
উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম
-
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন
-
কখনো ণ হয় না, ন থাকে।
-
উদাহরণ: অন্ত, গ্রন্থ
-
-
দেশি, তদ্ভব ও বিদেশি শব্দে
-
ণ ব্যবহার প্রয়োজন নেই।
-
উদাহরণ: গভর্নর, অঘ্রান
-

0
Updated: 2 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
শুশ্রুষা
B
সুশ্রুষা
C
শুশ্রূষা
D
সুশ্রুসা
শব্দ: শুশ্রূষা
-
শুদ্ধ বানান: শুশ্রূষা
-
পদপ্রকৃতি: বিশেষ্য
-
মূল শব্দ: সংস্কৃত
-
প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ:
শুশ্রূষা + √কৃ (ধাতু) + ইন্ + ঈ = শুশ্রূষা -
অর্থ: পরিচর্যা, সেবা, যত্ন নেওয়া কিংবা কষ্টে থাকা ব্যক্তির প্রতি সহানুভূতিশীলভাবে মনোযোগ দেওয়া।
📚 উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি
বিশেষ দ্রষ্টব্য:
“শুশ্রূষা” শব্দটি মূলত সেবা ও পরিচর্যার একটি সুসংস্কৃত ও শুদ্ধ রূপ, যা আধুনিক বাংলা ভাষায় অনেক সময় ভুল বানানে (যেমন: শুশ্রুষা) লেখা হয়ে থাকে। শব্দটি ব্যবহারে শুদ্ধ বানান ও অর্থ বোঝা গুরুত্বপূর্ণ।

0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 15 hours ago
A
স্বায়ত্ত্বশাসন
B
সায়ত্তশাসন
C
সায়ত্ত্বশাসন
D
স্বায়ত্তশাসন
শুদ্ধ বানান: স্বায়ত্তশাসন
উচ্চারণ: শায়ত্তশাশোন্
শব্দমূল: সংস্কৃত থেকে আগত। গঠিত হয়েছে – স্বায়ত্ত + শাসন।
অর্থ: এটি এমন একটি রাষ্ট্রব্যবস্থা বা কর্তৃত্ব বোঝায় যেখানে নিজস্বভাবে শাসন বা পরিচালনার ক্ষমতা থাকে। অর্থাৎ, রাষ্ট্র বা অঞ্চল স্বশাসিত, তবে একনায়কতান্ত্রিক শাসন বোঝায় না।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 15 hours ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 2 weeks ago
A
আকাংখা
B
আকাঙ্ক্ষা
C
আকাঙ্খা
D
আকাংক্ষা
• শুদ্ধ বানান - আকাঙ্ক্ষা।
• আকাঙ্ক্ষা (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = আ+√কাঙ্ক্ষ্+অ+আ।
অর্থ: ইচ্ছা, বাসনা, অভিলাষ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 weeks ago