নিচের কোন শব্দটি ‘ণ-ত্ব বিধান’ অনুযায়ী অশুদ্ধ বানান?
A
ত্রিনয়ন
B
গ্রন্থ
C
অঘ্রান
D
গভর্ণর
উত্তরের বিবরণ
১. শুদ্ধ বানান উদাহরণ
-
অশুদ্ধ: গভর্ণর
-
শুদ্ধ: গভর্নর
২. ণ-ত্ব বিধান যেখানে প্রযোজ্য নয়
-
সমাসবদ্ধ শব্দে
-
সাধারণত ‘ণ’ ব্যবহার হয় না, ‘ন’ থাকে।
-
উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম
-
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন
-
কখনো ণ হয় না, ন থাকে।
-
উদাহরণ: অন্ত, গ্রন্থ
-
-
দেশি, তদ্ভব ও বিদেশি শব্দে
-
ণ ব্যবহার প্রয়োজন নেই।
-
উদাহরণ: গভর্নর, অঘ্রান
-

0
Updated: 2 months ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
ক্ষুৎপীড়িত
B
ক্ষুৎপিড়িত
C
ক্ষুতপীড়িত
D
ক্ষুৎপিড়ীত
ক্ষুৎপীড়িত শব্দটি এসেছে ক্ষুধা + পীড়িত থেকে।
-
অর্থ: ক্ষুধার যন্ত্রণায় কাতর / অনাহারে কষ্টভোগী।
-
বানানে "ক্ষুৎ" অংশে ৎ থাকবে এবং "পীড়িত" অংশে দীর্ঘ ঈ-কার (ঈ) সঠিক রূপ।
অন্য বিকল্পগুলো ভুল:
-
খ) ক্ষুৎপিড়িত → এখানে পিড়িত ভুল, সঠিক হবে পীড়িত।
-
গ) ক্ষুতপীড়িত → এখানে ৎ বাদ গেছে, যা ভুল।
-
ঘ) ক্ষুৎপিড়ীত → এখানে ঈত অংশে দ্বিরুক্ত কার (ঈত) দেওয়া ভুল।
সুতরাং, শুদ্ধ বানান হলো ক্ষুৎপীড়িত।

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
অত্যাধিক
B
অদ্যাপি
C
আদ্যাক্ষর
D
আবিস্কার
শুদ্ধ বানান হলো:

0
Updated: 2 months ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
অনির্বাচ্চ
B
অনিবাচ্য
C
অনিবার্চ্য
D
অনির্বাচ্য
শব্দ: অনির্বাচ্য
-
পদ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত
-
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
পদ: বিশেষণ
উৎপত্তি: সংস্কৃত
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago