নিচের কোনটি প্রমিত বানান নয়?
A
তৃণ
B
অগ্নিষাৎ
C
ভাষণ
D
উষ্ণ
উত্তরের বিবরণ
প্রমিত বাংলা বানান ও ণ-ত্ব / ষ-ত্ব বিধান
১. প্রমিত বানান
-
অগ্নিষাৎ → প্রমিত নয়।
-
সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদে সাধারণত ষ নয়।
উদাহরণ:-
অগ্নিসাৎ
-
ধূলিসাৎ
-
ভূমিসাৎ
-
২. ণ-ত্ব বিধান
-
ঋ, র, ষ এর পরে মূর্ধন্য ‘ণ’ হয়।
উদাহরণ:-
ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি
-
৩. মূল নিয়ম
-
তৎসম/সংস্কৃত শব্দে ঋ, র, ষ এর পরে ‘ণ’ লেখা হয়।
-
সমাস বা বিদেশি/দেশি শব্দে এই বিধান প্রয়োগ হয় না।

0
Updated: 2 months ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
স্বায়ত্ত্বশাসন
B
শ্রদ্ধাঞ্জলী
C
দারিদ্রতা
D
উপর্যুক্ত
সঠিক উত্তর- উপর্যুক্ত

0
Updated: 1 month ago
শুদ্ধ বানান -
Created: 1 month ago
A
কৃচ্ছ্র্যসাধন
B
কৃচ্ছসাধন
C
কৃচ্ছ্বসাধন
D
কৃচ্ছ্রসাধন
শুদ্ধ বানান: কৃচ্ছ্রসাধন
-
এটি একটি সংস্কৃত শব্দ
-
এটি বিশেষ্য পদ
শব্দের অর্থ: কৃচ্ছ্রসাধনা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
নিচের কোন শব্দে ‘মূর্ধন্য ণ’ হবে না?
Created: 2 months ago
A
শোণিত
B
কোরাণ
C
বর্ণ
D
তৃণ
ণ-ত্ব বিধান (ব্যাকরণ) সংক্ষেপে
১. তৎসম/সংস্কৃত শব্দে মূর্ধন্য ‘ণ’ থাকে
-
উদাহরণ:
-
মাণিক্য, গণ, লবণ, বেণু, কঙ্কণ, কল্যাণ, শোণিত, মণি
-
২. অতৎসম / দেশি / বিদেশি শব্দে ‘ণ’ হয় না, বরং ‘ন’ হবে
-
উদাহরণ:
-
অঘ্রান, কান, গুনতি, ঝরনা, ইরান, কোরান
-
৩. ব্যতিক্রম/নির্দিষ্ট নিয়ম:
-
সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না → ‘ন’ হবে
-
উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম
-
-
ট-বর্গীয় বর্ণের সঙ্গে ‘ণ’ ব্যবহার হয় না → ‘ন’ হবে
-
উদাহরণ: অন্ত, গ্রন্থ
-

0
Updated: 2 months ago