A
ধ্বনিতত্ত্বে
B
বাক্যতত্ত্বে
C
রূপতত্ত্বে
D
অর্থতত্ত্বে
উত্তরের বিবরণ
✅ রূপতত্ত্ব (Morphology)
১. রূপতত্ত্ব কী?
-
সংজ্ঞা: এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে যে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক তৈরি হয় তাকে রূপমূল (morpheme) বলা হয়।
-
কর্ম: রূপমূল একত্র হয়ে শব্দ গঠন করে।
-
তাই শব্দতত্ত্বকেই রূপতত্ত্ব বলা হয়।
২. রূপতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ
-
বচন (একবচন/বহুবচন)
-
লিঙ্গ (পুরুষ, নারী, নপুংসক)
-
উপসর্গ
-
প্রত্যয়
-
বিভক্তি
-
সমাস
-
ধাতুরূপ
-
কাল (সময়)
অর্থাৎ, রূপতত্ত্ব মূলত শব্দের গঠন ও ব্যুৎপত্তি নিয়ে কাজ করে।

0
Updated: 2 weeks ago
নিচের কোন শব্দটি প্রমিত বানানে ভুল?
Created: 2 weeks ago
A
রূপালি
B
হেঁয়ালি
C
মিতালী
D
বর্ণালি
‘-আলি’ প্রত্যয়যুক্ত শব্দের বানান নিয়ম (বাংলা একাডেমি প্রমিত)
মূল নিয়ম:
-
'-আলি' দ্বারা সমাপ্ত সব শব্দে ই-কার ব্যবহার হবে।
-
অর্থাৎ, আলিফের পরিবর্তে ই-কার গ্রহণ করা হবে।
উদাহরণ:
অশুদ্ধ বানান | শুদ্ধ বানান |
---|---|
মিতালী | মিতালি |
সোনালী | সোনালি |
বর্ণালি | বর্ণালি |
খেয়ালি | খেয়ালি |
রূপালি | রূপালি |
হেঁয়ালি | হেঁয়ালি |
বিঃদ্রঃ এখানে বানান সংশোধনের মূল ভিত্তি হলো ই-কার ব্যবহার।

0
Updated: 2 weeks ago
প্রমিত বাংলায় কোন রূপটি গ্রহণযোগ্য?
Created: 2 weeks ago
A
পদবি
B
পদবী
C
পদোবি
D
পদবি/পদবী উভয়ই
প্রমিত বাংলা বানানের মূল নীতি (বাংলা একাডেমি)
১. তৎসম শব্দের বানান
-
তৎসম শব্দগুলো মূল সংস্কৃত বানান অনুযায়ী লিখতে হবে।
-
যেখানে একাধিক সংস্কৃত বানান শুদ্ধ, সেক্ষেত্রে নির্দিষ্ট একটি বাংলায় গৃহীত হয়:
-
ই-কার / ঈ-কার: শুধুমাত্র ই-কার ব্যবহার হবে
-
উ-কার / ঊ-কার: শুধুমাত্র উ-কার ব্যবহার হবে
-
২. উদাহরণসমূহ
সংস্কৃত বানান | প্রমিত বাংলা বানান |
---|---|
পদবী / পদবি | পদবি |
ঊষা / উষা | উষা |
কিংবদন্তি | কিংবদন্তি |
শ্রেণি | শ্রেণি |
খঞ্জনি | খঞ্জনি |
চিৎকার | চিৎকার |
ধমনি | ধমনি |
ধূলি | ধূলি |
পঞ্জি | পঞ্জি |
ভঙ্গি | ভঙ্গি |
মঞ্জুরি | মঞ্জুরি |
মসি | মসি |
লহরি | লহরি |
সরণি | সরণি |
সূচি | সূচি |
উর্ণা | উর্ণা |

0
Updated: 2 weeks ago
‘বীনাপানি’ কোন সমাস?
Created: 3 days ago
A
অব্যয়ীভাব
B
কর্মধারয়
C
বহুব্রীহি
D
তৎপুরুষ
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।

0
Updated: 3 days ago